শীতের বাজার গরম করতে OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে

OnePlus Ace 5 মডেলে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হবে। অন্যদিকে OnePlus Ace 5 Pro মডেলে স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট থাকবে।

Ankita Mondal 10 Dec 2024 4:50 PM IST

চলতি মাসেই ওয়ানপ্লাস তাদের দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ডিভাইস দুটি OnePlus Ace 5 সিরিজের অধীনে আসবে। এদের নাম OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro। আজ এই ফোন দুটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এই সপ্তাহেই চীনে বাজারে পা রাখতে চলেছে উভয় মডেল। এর মধ্যে বেস মডেলটি স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে, অন্যদিকে Ace 5 Pro ডিভাইসে থাকবে Snapdragon 8 Elite চিপসেট। আর Ace 5 গ্লোবাল মার্কেটে OnePlus 13R নামে লঞ্চ হবে বলে জানা গেছে।

OnePlus Ace 5 সিরিজ লঞ্চের তারিখ প্রকাশ করল সংস্থা

চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে কোম্পানি জানিয়েছে যে ওয়ানপ্লাস এস 5 সিরিজটি আগামী 12 ডিসেম্বর চীনের স্থানীয় সময় দুপুর 2:30 টায় (ভারতীয় সময় দুপুর 12:00) লঞ্চ হবে। ওয়ানপ্লাসের উইবো পোস্টে বলা হয়েছে যে, ওয়ানপ্লাস এস 5 'সেরা মোবাইল গেমিং অভিজ্ঞতা দেবে এবং এর গেমিং পারফরম্যান্স বিশ্বকে পরিবর্তন করতে সক্ষম।'

ওয়ানপ্লাস সম্প্রতি ওয়ানপ্লাস এস 5 এর প্রথম ছবি শেয়ার করেছে, যেখানে একে ফ্ল্যাট ডিসপ্লে ও পাতলা বেজেল সহ দেখা গেছে। এতে সেলফি ক্যামেরার জন্য হোল-পাঞ্চ কাটআউট পাওয়া যাবে। আশা করা হচ্ছে ফোনটি মেটাল মিডল ফ্রেম সহ লঞ্চ হবে।

ওয়ানপ্লাস এস 5 সিরিজের ফিচার

আপাতত জানা গেছে ওয়ানপ্লাস এস 5 মডেলে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হবে। অন্যদিকে Pro মডেলে স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট থাকবে।

এছাড়া প্রো ফোনে 6.82Hz রিফ্রেশ রেট, 24GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজ সহ 6.82-ইঞ্চি 120K OLED ডিসপ্লে থাকতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ডিভাইসে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রো মডেলে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Show Full Article
Next Story