AMOLED ডিসপ্লে সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, লঞ্চের কয়েকদিন আগেই OnePlus Ace 5 এর সমস্ত স্পেসিফিকেশন ফাঁস
ওয়ানপ্লাস এস 5 এবং এস 5 প্রো ফোনে 6.78-ইঞ্চি ফ্ল্যাট AMOLED প্যানেল দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন (2780x1264 পিক্সেল) সাপোর্ট করবে।
ওয়ানপ্লাস অফিসিয়ালি নিশ্চিত করেছে যে OnePlus Ace 5 সিরিজ 26 ডিসেম্বর চীনে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন মডেল আসবে - ওয়ানপ্লাস এস 5 এবং ওয়ানপ্লাস এস 5 প্রো। এরমধ্যে বেস মডেল ভারতে 7 জানুয়ারী OnePlus 13 নামে লঞ্চ হবে। সম্প্রতি ওয়ানপ্লাস এস 5 এবং এস 5 প্রো ফোন দুটিকে চীনের এমআইআইটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে একটি ডিভাইসের ছবি ফাঁস হয়েছে। এর পাশাপাশি সার্টিফিকেশন সাইট থেকে এদের বিশেষ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
OnePlus Ace 5 এবং Ace 5 Pro এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
দুটি মডেলেই থাকবে একই অ্যামোলেড ডিসপ্লে
ওয়ানপ্লাস এস 5 এবং এস 5 প্রো ফোনে 6.78-ইঞ্চি ফ্ল্যাট AMOLED প্যানেল দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন (2780x1264 পিক্সেল) সাপোর্ট করবে। সম্ভবত, উভয় ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট অফার করবে এবং ডিসপ্লের মধ্যে অপটিক্যাল-টাইপ ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড থাকবে। ওয়ানপ্লাস 13 এর মতো, এস 5 সিরিজটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
সার্টিফিকেশন সাইট অনুসারে, ওয়ানপ্লাস এস 5 এবং এস 5 প্রো 3.3G Hz এবং 4.3G Hz অক্টা-কোর চিপসেটে চলবে, যা যথাক্রমে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এবং 8 Elite। দুটি ফোনই পাঁচটি স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে আশা করা হচ্ছে - 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB, এবং 16GB+1TB।
দ্রুত চার্জিং সঙ্গে বড় ব্যাটারি
সার্টিফিকেশন সাইট থেকে আরও জানা গেছে যে, এস 5 মডেলে 6285mAh রেটেড ব্যাটারি থাকবে এবং এর সাধারণ ভ্যালু 6400mAh হবে। অন্যদিকে এস 5 প্রো মডেলে ডুয়াল-সেল ব্যাটারি উপলব্ধ, যার একটি সেলে 2970mAh রেটেড ব্যাটারি দেওয়া হবে। রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড মডেলে 80W চার্জিং, আর প্রো ভ্যারিয়েন্টে 100W চার্জিং সাপোর্ট করবে।
দুই মডেলেই একই ক্যামেরা
সেলফি তোলার জন্য এস 5 ও এস 5 প্রোতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। উভয় ডিভাইসের পেছনে দেখা যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সিরিজের প্রো ভ্যারিয়েন্টে IP65-রেটেড চ্যাসিস থাকবে।
ব্র্যান্ডটি ভারতে ওয়ানপ্লাস 13 সিরিজ চালু করার জন্য 7 জানুয়ারী একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করবে। অনুমান করা হচ্ছে যে এই ইভেন্টে OnePlus 13 এর পাশাপাশি লঞ্চ করা হবে OnePlus 13R।
ওয়ানপ্লাস এস 5 এবং এস 5 প্রো ফোনে 6.78-ইঞ্চি ফ্ল্যাট AMOLED প্যানেল দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন (2780x1264 পিক্সেল) সাপোর্ট করবে।