লাজবাব ফিচার সহ OnePlus Ace 5 এর এন্ট্রি এই মাসে, বাহুবলী ব্যাটারি সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর

OnePlus Ace 5 মডেলের ব্যাটারিটি ৬,২৮৫ এমএএইচ ক্ষমতাসম্পন্ন এবং এর টিপিক্যাল ভ্যালু হল ৬,৪১৫ এমএএইচ। হ্যান্ডসেটটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

Ananya Sarkar 11 Dec 2024 3:51 PM IST

ওয়ানপ্লাস এমাসের শেষের দিকে চীনে তাদের পরবর্তী প্রজন্মের এস ৫ সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে দুটি ফোন অন্তর্ভুক্ত থাকবে, OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro। এগুলিতে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইনে বিভিন্ন সূত্র মারফৎ এস ৫ সিরিজের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আর এখন সুপরিচিত এক টিপস্টারের সৌজন্যে স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস এস ৫ মডেলটির সর্ম্পকে প্রায় সব তথ্যই সামনে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

ওয়ানপ্লাস এস ৫ ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, ওয়ানপ্লাস এস ৫ ফোনে ৬.৭৮ ইঞ্চির বিওই এক্স২ ৮টি এলটিপিও প্যানেল রয়েছে, যার চার দিকেই ফ্ল্যাট ডিজাইন এবং সুপার-স্লিম বেজেল বিদ্যমান। স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন এবং সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকবে, যা ৩.৩ গিগাহার্টজ ক্লক স্পিডে চলে। সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে হ্যান্ডসেটটি লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত ফোনের মতোই গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম।

ওয়ানপ্লাস এস ৫ মডেলের ব্যাটারিটি ৬,২৮৫ এমএএইচ ক্ষমতাসম্পন্ন এবং এর টিপিক্যাল ভ্যালু হল ৬,৪১৫ এমএএইচ। হ্যান্ডসেটটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। ডিজাইনের ক্ষেত্রে, ওয়ানপ্লাস এস ৫ মডেলটি প্রিমিয়াম লুকের সাথে আসবে, যার মধ্যে একটি ক্রিস্টাল শিল্ড গ্লাস, একটি রাইট-অ্যাঙ্গেল মেটাল মিডল ফ্রেম এবং গ্রিন সিরামিক বডি থাকবে। এছাড়াও, ওয়ানপ্লাস এই ফোনে তাদের সিগনেচার অ্যালার্ট স্লাইডারটি অন্তর্ভুক্ত করবে বলে জানা গেছে।

ওয়ানপ্লাস এস ৫ হ্যান্ডসেট সম্পর্কিত অন্যান্য রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, এটিতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। সম্ভবত, ফোনটির সর্বোচ্চ ভ্যারিয়েন্ট ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করতে পারে।

প্রসঙ্গত, আগামী বছর জানুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে ওয়ানপ্লাস ১৩আর ফোনটি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, এটি হবে ওয়ানপ্লাস এস ৫ মডেলের একটি সামান্য পরিবর্তিত সংস্করণ। ওয়ানপ্লাস ১৩আর হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের ২এক্স টেলিফটো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ছোট ৫,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলে জানা গেছে।

Show Full Article
Next Story