OnePlus Ace 5 Mini জবরদস্ত ফিচার সহ লঞ্চ হচ্ছে, 50MP ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর

OnePlus Ace 5 Mini ফোনে 1.5K রেজোলিউশন সহ 6.3-ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস এস 5 মিনি ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হবে।

Suman Patra 7 Dec 2024 4:32 PM IST

ওয়ানপ্লাস নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে ভারতে OnePlus 13 লঞ্চ করতে চলেছে। ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই ফোনের জন্য। এরই মধ্যে ওয়ানপ্লাসের আরেকটি নতুন ফোন ডিভাইস নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওয়ানপ্লাসের এই আপকামিং ফোনের নাম OnePlus Ace 5 Mini। রিপোর্ট অনুযায়ী, চীনে লঞ্চ হবে এই ডিভাইসটি। এটি OnePlus 13R নামে বিশ্ব বাজারে আসতে পারে। এর লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে জনপ্রিয় এক টিপস্টার এর স্পেসিফিকেশন ফাঁস করেছে।

স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, OnePlus Ace 5 Mini ফোনে 1.5K রেজোলিউশন সহ 6.3-ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। টিপস্টারের উইবো পোস্ট অনুযায়ী, প্রসেসর হিসেবে এতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য ডিভাইসের পিছনে অনুভূমিক ক্যামেরা মডিউল থাকবে। এই ক্যামেরা মডিউলটি দেখতে গুগল পিক্সেল ডিভাইসের মতো হতে পারে। এতে 50 মেগাপিক্সেল সনি IMX906 প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। তবে এতে পেরিস্কোপ লেন্স থাকবে না।

আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

টিপস্টার জানিয়েছেন, ওয়ানপ্লাস এস 5 মিনি মডেলে শর্ট ফোকাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে পরীক্ষা চালাচ্ছে সংস্থা। মনে করা হচ্ছে, ফোনে সিঙ্গেল পয়েন্ট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে চীনে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

ভারতে আসছে OnePlus 13

আগামী মাসেই ভারতে আসতে চলেছে ওয়ানপ্লাস 13। লঞ্চের আগে এই ফোনের মাইক্রোসাইট অ্যামাজন ইন্ডিয়ায় লাইভ হয়েছে। এর চীনা ভ্যারিয়েন্টে আছে 6.82-ইঞ্চি BOE X2 2K+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ডিভাইসে তিনটি রিয়ার ক্যামেরা উপস্থিত। এর মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল সনি LYT 808 প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল টেলিফোটো এবং 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

আর সামনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। ডিভাইসটি চীনে 24 জিবি পর্যন্ত র‌্যাম এবং 1 টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000mAh, যা 100W চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story