OnePlus Ace 5 Pro ও Ace 5 ট্রিপল রিয়ার ক্যামেরা ও 6400mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম কত

OnePlus Ace 5 Pro এর বেস 12GB র‌্যাম + 256GB স্টোরেজ কনফিগারেশনের দাম 3,399 ইউয়ান (প্রায় 39,850 টাকা)।

Julai Mondal 27 Dec 2024 12:05 AM IST

OnePlus Ace 5 সিরিজ প্রত্যাশা মতোই আজ লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে, কোম্পানি দুটি ফোন লঞ্চ করেছে, OnePlus Ace 5 ও Ace 5 Pro। এই সিরিজে রয়েছে স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসর। এর পাশাপাশি পাওয়া যাবে সুপার-ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি বড় ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে এবং ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ। Ace 5 ফোনে 80W ফাস্ট চার্জিং সহ 6,400mAh ব্যাটারি রয়েছে। আসুন এই সিরিজের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

OnePlus Ace 5 সিরিজের দাম

চীনে, OnePlus Ace 5 এর দাম শুরু হয়েছে 2,299 ইউয়ান (প্রায় 26,900 টাকা) থেকে। এই মূল্য 12GB র‌্যাম ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার OnePlus Ace 5 Pro এর বেস 12GB র‌্যাম + 256GB স্টোরেজ কনফিগারেশনের দাম 3,399 ইউয়ান (প্রায় 39,850 টাকা)।

আবার ওয়ানপ্লাস এস 5 এর 16 জিবি + 256 জিবি - 2499 ইউয়ান (প্রায় 29,615 টাকা)। আর এর 12 জিবি + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2799 ইউয়ান (প্রায় 32,665 টাকা)। ওয়ানপ্লাস এস 5 প্রো এর দাম 16 জিবি + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 3699 ইউয়ান, যা প্রায় 43,150 টাকা। আবার 12 জিবি + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 3999 ইউয়ান (প্রায় 46,670 টাকা)।

ওয়ানপ্লাস এস 5 গ্র্যাভিটি টাইটানিয়াম, ফুল স্পিড ব্ল্যাক এবং সেলাডন-সিরামিক স্পেশাল এডিশনে লঞ্চ হয়েছে। আর ওয়ানপ্লাস এস 5 প্রো স্টারি স্কাই পার্পল, সাবমেরিন ব্ল্যাক এবং হোয়াইট মুন সিরামিক স্পেশাল এডিশনে এসেছে।

জানিয়ে রাখি, OnePlus Ace 5 আগামী 7 জানুয়ারী ভারতে OnePlus 13R ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। তবে প্রো মডেল চীনের বাইরে পাওয়া যাবে না।

OnePlus Ace 5 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এস 5 প্রো স্ন্যাপড্রাগন 8 এলিট এক্সট্রিম এডিশন চিপ দ্বারা চালিত, যার সাথে 16 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র‌্যাম এবং 1 টিবি পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ যুক্ত আছে। আবার এই ফোনে রয়েছে নতুন ডুয়েল আইস কোর ভিসি কুলিং সিস্টেম। প্রো ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6100mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে।

আবার OnePlus Ace 5 Pro এর সামনে দেখা যাবে 6.78 ইঞ্চির 1.5K 8T OLED ডিসপ্লে। এই ডিসপ্লে এইচডিআর 10+, ডলবি ভিশন এবং এইচডিআর ভিভিড ফর্ম্যাট সাপোর্ট করবে। ক্যামেরা সম্পর্কে কথা বললে, OnePlus Ace 5 Pro এর পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল f/1.8 অ্যাপারচার সহ 50MP Sony IMX906 প্রাথমিক সেন্সর যা OIS সাপোর্ট করে, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট। এই স্মার্টফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

OnePlus Ace 5 Pro অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম স্কিনে চলবে। এতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP65 রেটিং পাওয়া যাবে

OnePlus Ace 5 এর ফিচার

OnePlus Ace 5 ফোনে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর সহ 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ পাওয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে 9925 মিমি ভিসি কুলিং এরিয়া। ডিভাইসে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6400mAh কার্বন সিলিকন ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া এতে 'প্রো' মডেলের মতোই ডিসপ্লে, সফটওয়্যার ও ক্যামেরা সেটআপ রয়েছে। বিল্ড কোয়ালিটিও দুটি ফোনেই একই।

Show Full Article
Next Story