OnePlus Ace 5 Pro Antutu Score

OnePlus Ace 5 Pro তুখোড় পারফরম্যান্স সহ দেবে সেরা ফটোগ্রাফি, লঞ্চের আগে AnTuTu স্কোর প্রকাশ করে বার্তা

ওয়ানপ্লাস এস 5 প্রো ফোনে 6100mAh ব্যাটারি দেওয়া হবে। সংস্থার মতে, এটি 120 ফ্রেম পার সেকেন্ড রেটে 7 ঘন্টা পর্যন্ত গেম খেলতে দেবে। এছাড়া ব্যাটারিও দ্রুত চার্জ হবে, কারণ এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Ankita Mondal 24 Dec 2024 3:58 PM IST

ওয়ানপ্লাস 26 ডিসেম্বর চীনে OnePlus Ace 5 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন মডেল অন্তর্ভুক্ত থাকবে, Ace 5 এবং Ace 5 Pro। লঞ্চের সময় যত এগিয়ে আসছে ডিভাইস দুটি সম্পর্কে নিত্যনতুন তথ্য সামনে আসছে। আজ যেমন একটি নতুন টিজারে ওয়ানপ্লাস প্রো মডেলের AnTuTu স্কোর প্রকাশ করেছে। এর পাশাপাশি ফোনের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ব্যাটারি ক্ষমতা এবং ফাস্ট চার্জিং সম্পর্কিত তথ্য আমরা জানতে পেরেছি।

OnePlus Ace 5 Pro মডেলের আনটুটু স্কোর প্রকাশ

ওয়ানপ্লাস চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে একটি পোস্ট শেয়ার করেছে এবং বলেছে যে ওয়ানপ্লাস এস 5 প্রো আনটুটু বেঞ্চমার্কিং টেস্টে 3.2 মিলিয়ন পয়েন্ট অতিক্রম করেছে। এতে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর থাকবে। ফ্ল্যাগশিপ প্রসেসরের পাশাপাশি দুর্দান্ত কুলিং সিস্টেম এত পয়েন্ট পেতে সাহায্য করেছে বলে আমাদের অনুমান।

প্রো মডেলে থাকবে 6100mAh ব্যাটারি

ওয়ানপ্লাস এস 5 প্রো ফোনে 6100mAh ব্যাটারি দেওয়া হবে। সংস্থার মতে, এটি 120 ফ্রেম পার সেকেন্ড রেটে 7 ঘন্টা পর্যন্ত গেম খেলতে দেবে। এছাড়া ব্যাটারিও দ্রুত চার্জ হবে, কারণ এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ব্যাটারিটি মাত্র 35 মিনিটের মধ্যে পুরোপুরি চার্জ হবে।

50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস এস 5 প্রো মডেলে 50-মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি ক্যামেরা থাকবে, যা এর আগে Realme GT7 Pro এবং Nubia Z70 Ultra এর মতো ডিভাইসে ব্যবহৃত হয়েছিল। এতে অপ্পোর লেটেস্ট ফ্ল্যাগশিপ ইমেজিং অ্যালগরিদমের পাশাপাশি ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপে ব্যবহৃত 'শ্যাডোলেস ক্যাপচার' প্রযুক্তি ব্যবহার করা হবে, যা ঝকঝকে এবং পরিষ্কার ছবি তুলতে দেবে।

ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এই ফোনের বডি IP65 রেটিং প্রাপ্ত হবে।

Show Full Article
Next Story