Sony-র নতুন ক্যামেরা নিয়ে বাজার মাতাতে আসছে OnePlus Ace 5 এবং Ace 5 Pro
রিপোর্ট বলছে, OnePlus 13 অপেক্ষার অবসান ঘটিয়ে অক্টোবরে চীনে লঞ্চ হতে চলেছে। এরপর সংস্থার তরফে সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ...রিপোর্ট বলছে, OnePlus 13 অপেক্ষার অবসান ঘটিয়ে অক্টোবরে চীনে লঞ্চ হতে চলেছে। এরপর সংস্থার তরফে সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন হিসাবে OnePlus 5 এবং OnePlus Ace 5 Pro উন্মোচিত হতে পারে। এই মডেল দু'টি পারফরম্যান্স ফোকাসড ডিভাইস হিসাবে আসবে। এবার OnePlus Ace 5 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সোশ্যাল মিডিয়া পোস্টে SM8650 ও SM8750 প্রসেসর চালিত দুই ওয়ানপ্লাস ফোনের কথা উল্লেখ করেছে। এই চিপ দু'টি যথাক্রমে Snapdragon 8 Gen 3 এবং 8 Gen 4। ইতিমধ্যেই জানা গিয়েছে, এই চিপসেটগুলি যথাক্রমে OnePlus Ace 5 ও OnePlus Ace 5 Pro স্মার্টফোনে ব্যবহৃত হবে।
নতুন লিক অনুযায়ী, OnePlus Ace 5 সিরিজে ১.৫কে রেজোলিউশনের ফ্ল্যাট BOE X2 ওলেড ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, দুই ফোনেই ১/১.৫৬ ইঞ্চি সেন্সর সাইজের Sony IMX-9 সিরিজের একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরাকে সঙ্গত দেবে ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স।
আরও পড়ুন : 120Hz ডিসপ্লের সবচেয়ে সস্তা Poco 5G ফোন এটাই, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা
এছাড়া, পাওয়ার ব্যাকআপের কথা বললে ওয়ানপ্লাস এস৫ ও এস৫ প্রো ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। ফোনগুলির সঙ্গে চীনের বাজারে রেডমি কে৮০ ও রেডমি কে৮০ প্রো-র প্রতিযোগিতা চলবে। প্রথমে নভেম্বরে লঞ্চ হওয়ার কথা শোনা গেলেও ওয়ানপ্লাস এস ৫ সিরিজ ডিসেম্বরের আগে বাজারে আসার সম্ভাবনা কম।