OnePlus Ace 5 মাসের শেষ সপ্তাহে লঞ্চ হচ্ছে, ট্রিপল রিয়ার ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ থাকবে ঝাক্কাস ফিচার
ওয়ানপ্লাস এস 5 আকর্ষণীয় ফিচার অফার করবে। এতে 6.78-ইঞ্চি BOE X2 8T LTPO ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করতে পারে।
ওয়ানপ্লাস অবশেষে আজ নিশ্চিত করেছে যে তারা 26 ডিসেম্বর চীনে বহু প্রতীক্ষিত OnePlus Ace 5 লঞ্চ করতে চলেছে। এই সিরিজের বেস মডেল ওয়ানপ্লাস এস 5 ভারতে OnePlus 13R নামে 7 জানুয়ারী, 2025 তারিখে লঞ্চ হবে বলে জানা গেছে। এই সিরিজের অধীনে, ব্র্যান্ডটি দুটি ফোন লঞ্চ করতে চলেছে - OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro।
ভারতীয় ওয়ানপ্লাস ফ্যানেরা এস 5 সিরিজের দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকবে, যেহেতু সিরিজের স্ট্যান্ডার্ড মডেল ভারতে OnePlus 13R নামে আসবে। ফলে ভারতে আসার আগেই জানা যাবে আসন্ন R মডেলে কি কি বিশেষত্ব থাকবে। এদিকে লঞ্চের আগেই ফাঁস হয়েছে ওয়ানপ্লাস এস 5 এর অনেক ফিচার। আসুন জেনে নেওয়া যাক এতে কি কি বৈশিষ্ট্য দেখা যাবে
OnePlus Ace 5 এর ফিচার এবং স্পেসিফিকেশন (লিক)
ওয়ানপ্লাস এস 5 আকর্ষণীয় ফিচার অফার করবে। এতে 6.78-ইঞ্চি BOE X2 8T LTPO ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করতে পারে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর। সংস্থার দাবি, পাঁচ ঘণ্টা ধরে গেমিংয়ের পরেও 120 এফপিএস ফ্রেম রেট বজায় রাখবে ফোনটি।
মেমরি এবং স্টোরেজের ক্ষেত্রে, ওয়ানপ্লাস এস 5 সর্বোচ্চ 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে থাকবে 6000mAh ব্যাটারি, যা ফোনটিকে সারাদিন সচল রাখবে। আর এই ব্যাটারি 100W ফাস্ট-ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। ছবি তোলার জন্য ডিভাইসের পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ওআইএস সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
OnePlus Ace 5 অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। তবে, এর ভারতীয় সংস্করণ, অর্থাৎ OnePlus 13R মডেলটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক OxygenOS 15 কাস্টম অপারেটিং সিস্টেম সহ আসবে।
ওয়ানপ্লাস এস 5 আকর্ষণীয় ফিচার অফার করবে। এতে 6.78-ইঞ্চি BOE X2 8T LTPO ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করতে পারে।