ভারতে ২ হাজার কোটি টাকা বিনিয়োগ, মান বাড়বে OnePlus ফোনের, সাথে গ্রাহক পরিষেবাও

ভারতে স্টারলাইট প্রকল্প শুরু করতে চলেছে ওয়ানপ্লাস। লক্ষ্য নতুন উদ্ভাবন আবিষ্কার করা। এর জন্য প্রতি বছর ২০০০ কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত সংস্থা।

Suvrodeep Chakraborty 5 Dec 2024 2:25 PM IST

OnePlus এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার ভারত। যে কারণে এই দেশে বার্ষিক ২ হাজার কোটি টাকা বিনিয়োগে নতুন স্টারলাইট প্রকল্প শুরু করতে চলেছে সংস্থা। এই প্রকল্পের লক্ষ্য নিত্য নতুন উদ্ভাবন এবং ডিভাইস সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করা। সাম্প্রতিক সময়ে ওয়ানপ্লাস স্মার্টফোন ব্যবহারকারীর একাধিক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তা সমাধান করার জন্য এই কৌশলগত উদ্যোগের ঘোষণা করেছে সংস্থা।

৩ বছরে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়ানপ্লাস। এই বিপুল লগ্নির ফলে প্রচুর কর্মসংস্থানও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

চীনের সংবাদ মাধ্যম এবং কিছু ইনফ্লুয়েন্সারদের ওয়ানপ্লাস ইন্ডিয়ার সিইও রবিন লিউ জানিয়েছেন, প্রোজেক্ট স্টারলাইটের লক্ষ্য হল ফ্ল্যাগশিপ ডিভাইস ব্যবহারকারীরা যে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছেন তা সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরও গভীর করা। পাশাপাশি তার উপযোগী সমাধান প্রদান করা। ২০১৯ সালে ১০০০ কোটি টাকা বিনিয়োগে হায়দরাবাদ কেন্দ্রে যে ফেসিলিটি তৈরি করা হয়েছিল, সেখানেই ২০০০ কোটি টাকা বার্ষিক বিনিয়োগ করা হবে।

তিনি আরও বলেন, আমরা বিশেষভাবে ভারতে প্রোজেক্ট স্টারলাইট চালু করছি, কারণ ভারত আমাদের সবচেয়ে বড় কৌশল অগ্রাধিকারগুলির মধ্যে একটি।

উল্লেখ্য, ভারত তথা বিশ্ব বাজারে ওয়ানপ্লাস অন্যতম জনপ্রিয় নাম হলেও, সাম্প্রতিক সময়ে সেই উজ্জ্বলতা হারিয়েছে সংস্থা। একাধিক ফোনের OLED স্ক্রিনের গ্রিন-লাইন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় ব্যবহারকারীরা। তবে এই সমস্যা সমাধান করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেছে ওয়ানপ্লাস।

Show Full Article
Next Story