OnePlus-এর নতুন ফোনের চাহিদা তুঙ্গে, না কিনতে পেরে ক্ষোভ ক্রেতাদের, ক্ষমা চাইলেন সিইও

OnePlus Ace 2 Pro ফোনটি গত ১৬ অগাস্ট চীনের বাজারে পা রেখেছে। বহু প্রতীক্ষিত ডিভাইসটিকে নিয়ে লঞ্চের অনেকদিন আগে থেকে...
techgup 1 Sept 2023 7:34 AM IST

OnePlus Ace 2 Pro ফোনটি গত ১৬ অগাস্ট চীনের বাজারে পা রেখেছে। বহু প্রতীক্ষিত ডিভাইসটিকে নিয়ে লঞ্চের অনেকদিন আগে থেকে ওয়ানপ্লাস অনুরাগীদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছিল। ফলে আশা করাই যাচ্ছিল যে এই উন্মাদনার প্রভাব ফোনটির বিক্রির ওপরও পড়বে। কিন্তু এটা কেউই আশা করেননি যে, সেলের জন্য উপলব্ধ হওয়ার মাত্র ৩ মিনিটের মধ্যেই OnePlus Ace 2 Pro-এর পুরো স্টক বিক্রি হয়ে যাবে। ফলে বহু আগ্রহী ক্রেতাই আকর্ষণীয় দামে লঞ্চ হওয়া এই ফ্ল্যাগশিপটি কিনে উঠতে পারেননি, তারা ইন্টারনেটে বিষয়টি নিয়ে তাদের ক্ষোভ উগড়ে দেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এখন ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট স্বয়ং এই পরিস্থিতির জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।

OnePlus Ace 2 Pro-এর তিন মিনিটে স্টক ফুরিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইলেন কোম্পানির প্রেসিডেন্ট

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট, ওয়েইবোতে পোস্ট করে ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ওয়ানপ্লাস এস ২ প্রো-এর বিক্রি নিয়ে সাধারণ জনগণের অসন্তোষের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নিস্বার্থ ক্ষমা চেয়েছেন। সকল সমালোচনা স্বীকার করে তিনি বলেন যে, ইন্টারনেট অনেকেই অভিযোগ করছেন, তার জন্য তারা দুঃখিত। ব্র্যান্ড এই মুহূর্তে অনেক অভ্যন্তরীণ চাপের মধ্যে আছে এবং বিষয়টি দ্রুত ঠিক করে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে। তার এই মন্তব্য ইঙ্গিত করে যে, ওয়ানপ্লাস গ্রাহকদের ফিডব্যাকের প্রতি মনোযোগী এবং এস ২ প্রো-এর চাহিদা মেটাতে যথাসাধ্য চেষ্টা করছে।

এছাড়াও, লি জিয়ে প্রকাশ করেছেন যে, ব্র্যান্ড সম্প্রতি বিশেষ ওয়ানপ্লাস এস ২ প্রো জেনসিন ইমপ্যাক্ট এডিশনের জন্য ৩০,০০০-এরও বেশি অর্ডার পেয়েছে। এস ২ প্রো-কে নিয়ে কেন এত হাইপ ক্রেতাদের মধ্যে? এর স্পেসিফিকেশনগুলি ওপর নজর দিলেই, তা বোঝা যাবে।

OnePlus Ace 2 Pro-এর স্পেসিফিকেশন

OnePlus Ace 2 Pro-এ ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল রয়েছে। ফোনটি ১২ জিবি ১৬ জিবি, এবং ২৪ জিবি - এই তিনটি এলপিডিডিআর৫এক্স র‍্যাম বিকল্পের সাথে এসেছে। ডিভাইসটি Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত এবং এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে কালার ওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করে। Ace 2 Pro ওয়াইফাই ৭ সাপোর্ট করে এবং তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবে বলে কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 2 Pro-এ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace 2 Pro-এ রয়েছে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫০ ওয়াট সুপার-ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story