OnePlus 12R-এর কালার অপশন লঞ্চের আগেই ফাঁস হল, রইল হাই-ডেফিনেশন ছবি
OnePlus Ace 3 আগামী ৪ জানুয়ারী চীনে লঞ্চ হবে। এই একই স্মার্টফোন ভারতে OnePlus 12R নামে ২৩ জানুয়ারি আসবে বলে খবর।...OnePlus Ace 3 আগামী ৪ জানুয়ারী চীনে লঞ্চ হবে। এই একই স্মার্টফোন ভারতে OnePlus 12R নামে ২৩ জানুয়ারি আসবে বলে খবর। ওয়ানপ্লাস ইতিমধ্যেই চীনে Ace 3-কে টিজ করা শুরু করেছে৷ সম্প্রতি এক টিজারে স্যান্ড গোল্ড নামে নতুন কালার ভ্যারিয়েন্টের সাথে ফোনটির ডিজাইন প্রকাশ করা হয়েছে। তবে মনে করা হচ্ছে এই কালার অপশনটি গ্লোবাল মার্কেটে উপলব্ধ নাও হতে পারে। ওয়ানপ্লাসের গ্লোবাল টিমও OnePlus 12R-এর কালার ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনও কিছু বলেনি। কিন্তু এখন এক টিপস্টার গ্লোবাল মডেলটির সম্ভাব্য রঙের বিকল্পগুলি ফাঁস করেছেন।
সামনে এল OnePlus 12R-এর কালার অপশন
টিপস্টার ঈশান আগরওয়াল তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ইমেজ শেয়ার করেছেন, যাকে ওয়ানপ্লাস ১২আর-এর অফিসিয়াল মার্কেটিং ছবি বলে মনে করা হচ্ছে। ছবিটি আপকামিং ফোনটিকে ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক শেডে প্রদর্শন করেছে। ডিজাইনের দিক থেকে, ওয়ানপ্লাস ১২আর তার চীনা সংস্করণের অনুরূপ এবং স্পেসিফিকেশনগুলিও সম্ভবত একই হবে।
ফলে, আশা করা যায় ওয়ানপ্লাস ১২আর ৬.৭৮ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে সহ আসবে। আগের একটি রিপোর্টে বলা হয়েছে যে এই ফোনের স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে এবং এলটিপিও ৪.০ প্রযুক্তি এবং গরিলা গ্লাস ভিকাটাস ২ সুরক্ষার সাথে আসবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকবে এতে, যা ৮ জিবি/১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১২৮ জিবি (ইউএফএস ৩.১) / ২৫৬ জিবি (ইউএফএস ৪.০) স্টোরেজ সাথে যুক্ত থাকবে।
ক্যামেরার ক্ষেত্রে, OnePlus 12R-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 12R-এ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।