22 হাজার টাকা পর্যন্ত ছাড়, OnePlus ফোন, ট্যাবলেট ও ইয়ারফোন সবচেয়ে কম দামে কেনার সেরা সুযোগ

ভারতে শুরু হল OnePlus Community Sale। আর এই সেলে সংস্থার ফোন, অ্যাক্সেসরিজ ও ট্যাবলেটে বাম্পার ছাড় পাওয়া যাবে। এই সেল...
techgup 10 Dec 2023 2:57 PM IST

ভারতে শুরু হল OnePlus Community Sale। আর এই সেলে সংস্থার ফোন, অ্যাক্সেসরিজ ও ট্যাবলেটে বাম্পার ছাড় পাওয়া যাবে। এই সেল চলবে ১৭ ডিসেম্বর। আর OnePlus Community সেলে আইসিআইসিআই ও ওয়ান কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় অতিরিক্ত ছাড় মিলবে। আসুন এই সেলের অফারগুলি দেখে নেওয়া যাক।

OnePlus Community সেলের অফার

ওয়ানপ্লাস কমিউনিটি সেলে OnePlus Pad পাওয়া যাবে ৩৫,৪৯৯ টাকা থেকে, যা সাধারণত ৩৭,৪৯৯ টাকায় বিক্রি হয়। আবার ICICI ও OneCard এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে। এরপর এটি ৩০,৪৯৯ টাকায় কেনা যাবে। আবার OnePlus Pad এর ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩২,৪৯৯ টাকায় বিক্রি হবে।

এদিকে এই সেলে OnePlus Buds Pro 2 মাত্র ৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এটি অন্য সময়ে ১১,৯৯৯ টাকায় বিক্রি হয়। এছাড়া ICICI ও OneCard এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে সর্বনিম্ন ৩,৪৯৯ টাকায় এই ইয়ারবাড নিজের করা যাবে। আর OnePlus Nord Buds 2 সিরিজ ও Bullet Wireless সিরিজ যথাক্রমে ১,৫৯৯ টাকায় ও ১,৩৪৯ টাকায় কেনা যাবে।

অবশেষে, OnePlus 10 Pro 5G এর উপর লোভনীয় অফার পাওয়া যাচ্ছে। এই ফোনটি ১৭,০০০ টাকা ফ্লাট ডিসকাউন্ট ও ৫,০০০ টাকা ক্রেডিট কার্ড ডিসকাউন্ট সহ মিলবে। যারপর ডিভাইসটি মাত্র ৪৪,৯৯৯ টাকায় খরিদ করা যাবে।

Show Full Article
Next Story