OnePlus Community Sale: ওয়ানপ্লাস ফোন ও ট্যাবলেটে 20 হাজার টাকা পর্যন্ত ছাড়, চলেছে ধামাকা সেল

OnePlus Community সেলে 2,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus Nord CE 4, আর 3,000 টাকা ছাড়ে তালিকাভুক্ত আছে OnePlus Nord 4।

Suman Patra 7 Dec 2024 7:42 PM IST

OnePlus তাদের ক্রেতাদের জন্য Community Sale এর ঘোষণা করল। গত 6 ডিসেম্বর থেকে এই সেল শুরু হয়েছে এবং চলবে 17 ডিসেম্বর পর্যন্ত। এই সেলে OnePlus 12, OnePlus Nord 4, Nord CE 4 সহ বিভিন্ন ফোন বাম্পার অফারে কেনা যাবে। এই সেলের অফার বিজয় সেলস, রিলায়েন্স ডিজিটাল, অ্যামাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাবে। আসুন ওয়ানপ্লাস কমিউনিটি সেলের অফারগুলি দেখে নেওয়া যাক।

OnePlus কমিউনিটি সেলের অফার

ওয়ানপ্লাস কমিউনিটি সেলে OnePlus 12 ফোনের দাম 6,000 টাকা কমানো হয়েছে। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক, ওয়ানকার্ড ও আরবিএল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট 7,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার অন্যান্য ব্যাঙ্কের কার্ডে 3,000 টাকা ছাড় দেওয়া হবে। জানিয়ে রাখি, চলতি বছরের শুরুতে ওয়ানপ্লাস 12 ভারতে লঞ্চ হয়েছিল, এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ছিল 64,999 টাকা।

যদি আপনি ফোল্ডেবল ফোন কিনতে চান তাহলে সেল থেকে OnePlus Open Apex Edition কিনতে পারেন। এর উপর জবরদস্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, ওয়ানকার্ড ও আরবিএল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এর সাথে 20,000 টাকা ডিসকাউন্ট পাবেন। এই ওয়ানপ্লাস ওপেন ডিভাইসটি 1,49,990 টাকায় লঞ্চ হয়েছিল।

এছাড়া ওয়ানপ্লাস কমিউনিটি সেলে 2,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus Nord CE 4, আর 3,000 টাকা ছাড়ে তালিকাভুক্ত আছে OnePlus Nord 4। এই দুই মিড রেঞ্জ ডিভাইসের সাথে আলাদাভাবে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, ওয়ানকার্ড ও আরবিএল ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা Nord CE 4 এর সাথে পাবেন 1,000 টাকা অতিরিক্ত ছাড়। আবার Nord 4 এর সাথে 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

আবার সেলে OnePlus Nord CE 4 Lite এর দাম 2,000 টাকা কমানো হয়েছে। সাথে ব্যাঙ্ক অফার রয়েছে 1,000 টাকা। আর OnePlus Pad 2 ও Pad Go যথাক্রমে সেলে 2,000 ও 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টে কেনা যাবে। সাথে রয়েছে 3,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার।

Show Full Article
Next Story