স্মার্টফোন কিনলে Earbuds, Smart Watch ফ্রি, অফারের ফুলঝুড়ি নিয়ে হাজির OnePlus

পুজোর আগে এখন কেনাকাটায় ব্যস্ত বাঙালি। আর এই কারণে অনলাইন শপিং সাইটগুলি বিভিন্ন সেল নিয়ে হাজির হয়েছে। পিছিয়ে নেই...
ANKITA 25 Sept 2024 1:32 PM IST

পুজোর আগে এখন কেনাকাটায় ব্যস্ত বাঙালি। আর এই কারণে অনলাইন শপিং সাইটগুলি বিভিন্ন সেল নিয়ে হাজির হয়েছে। পিছিয়ে নেই স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাসও। তারা ভারতে দিওয়ালি সেলের ঘোষণা করেছে। এই সেলের সুবিধাগুলি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ও কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে। OnePlus এর Diwali সেল থেকে কেনাকাটায় বিনামূল্যে ইয়ারবাড এবং ২০,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। আসুন এই সেলের সেরা কয়েকটি ডিল দেখে নেওয়া যাক।

OnePlus Nord 4

ওয়ানপ্লাস দিওয়ালি সেলে ওয়ানপ্লাস নর্ড ৪ এর উপর ২,০০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হবে। আবার শিক্ষার্থীরা এই স্মার্টফোনের উপর অতিরিক্ত হাজার টাকা ছাড় পাবেন।

OnePlus Nord CE 4

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ওয়ানপ্লাস দিওয়ালি সেলে OnePlus Nord CE 4 ফোনটি ১,৫০০ টাকা কমে তালিকাভুক্ত হবে। এছাড়া ১,৫০০ টাকা ব্যাঙ্ক অফারও দেওয়া হবে। সাথে বিনামূল্যে OnePlus Nord Buds 2R পাওয়া যাবে।

OnePlus Nord CE 4 Lite 5G

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি এই সেলে ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ বিক্রি হবে। এর সাথে OnePlus Bullets Wireless Z 2 বিনামূল্যে পাওয়া যাবে। আবার ১,০০০ টাকার কুপন ডিসকাউন্ট রয়েছে।

OnePlus 12

ওয়ানপ্লাস ১২ ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার সময় নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৭,০০০ টাকা ছাড় দেওয়া হবে। এর সাথে দেওয়া হবে ২,০০০ টাকা কুপন ডিসকাউন্ট। আবার এই ফোন কিনলে বিনামূল্যে দেওয়া হবে OnePlus Buds Pro 2।

OnePlus 12R

ওয়ানপ্লাস দিওয়ালি সেলে এই ফোনের সাথে ৩,০০০ টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হবে। আর এটি ৫,০০০ টাকা ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত হবে। এছাড়াও রেড কেবল ক্লাবের মেম্বাররা ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।

OnePlus Open Apex Edition

ওয়ানপ্লাস দিওয়ালি সেলে OnePlus Open Apex Edition ফোল্ডেবল ফোনের সাথে বিনামূল্যে OnePlus Watch 2 পাওয়া যাবে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে দেওয়া হবে ২০,০০০ টাকা ছাড়। আর রেড কেবল ক্লাবের মেম্বারদের দেওয়া হবে অতিরিক্ত ৫,০০০ টাকা ছাড়।

OnePlus Pad 2

OnePlus Diwali সেলে এই ট্যাবলেটের সাথে ৩,০০০ টাকা ডিসকাউন্ট এবং ৫,০০০ টাকা এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। আর রেড কেবল ক্লাবের মেম্বাররা ১,৫০০ টাকা এবং শিক্ষার্থীরা ১,০০০ টাকা ছাড় পাবেন।

Show Full Article
Next Story
Share it