OnePlus Fold: বইয়ের মতো ফোল্ডিং ডিজাইন, ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনে চমক
ওয়ানপ্লাস (OnePlus) চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সংস্থার তরফে...ওয়ানপ্লাস (OnePlus) চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সংস্থার তরফে ফোনটার ডিজাইনের সামান্য আভাসও দেওয়া হয়েছে। স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিস্তারিতভাবে কিছু জানা না গেলেও, এখন ডিজাইন সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। আসন্ন OnePlus Fold-এ বইয়ের মতো ফোল্ডিং ডিজাইন দেখা যাবে, যেমনটা Oppo Find N3-এ দেখা যাবে। আসুন এপ্রসঙ্গে সবিস্তারে জেনে নেওয়া যাক।
OnePlus Fold-এও দেখা যাবে আসন্ন Oppo Find N3-এর মতো বুক-স্টাইল ফোল্ডেবল ডিজাইন
ইতিমধ্যেই জানা গেছে যে, ওয়ানপ্লাসের ফোল্ডেবল সিরিজে দুটি ফোন অন্তর্ভুক্ত থাকবে, এগুলি হল ওয়ানপ্লাস ভি ফোল্ড এবং ওয়ানপ্লাস ভি ফ্লিপ। আর এখন ৯১মোবাইলস ও টিপস্টার যোগেশ ব্রারের দাবি, ওয়ানপ্লাস ভি ফোল্ড এবং সহযোগী সংস্থা ওপ্পো-এর আসন্ন ফাইন্ড এন৩- উভয় মডেলেই বইয়ের মতো ফোল্ডিং ডিজাইন দেখা যাবে।
এছাড়া, ওয়ানপ্লাসের ফোল্ডেবলটিতে ওপ্পো ফাইন্ড এক্স৬-এর মতোই ক্যামেরা সেটআপ থাকবে। জানিয়ে রাখি, ওপ্পো ফাইন্ড এক্স৬-এর পিছনে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা দ্বারা গঠিত একটি ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান৷
এদিকে, ওপ্পো ফাইন্ড এন৩-এ ৮ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। কভার ডিসপ্লেতে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে, যেখানে অভ্যন্তরীণ ডিসপ্লের ওপরে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।
ডিভাইসটিতে বড় ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত, ওয়ানপ্লাস এবং ওপ্পো উভয় ব্র্যান্ডই তাদের আসন্ন ফোল্ডেবল ফোনগুলির লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।
জানিয়ে রাখি, Oppo Find N3 গতবছর ডিসেম্বরে আত্মপ্রকাশ করা Find N2 ফোনটির উত্তরসূরি হবে। বর্তমান মডেলে ৭.১ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড (AMOLED) পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা ১,৫৫০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। কভার ডিসপ্লের আকার ৫.৫৪ ইঞ্চি এবং এতে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে।
এছাড়া, Find N2 মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস (ColorOS) ইউজার ইন্টারফেসে রান করে। Find N2-এর অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৪,৫২০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট।