OnePlus Independence Day: স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক সস্তায় কিনুন OnePlus 11, Nord 3 সহ একাধিক ফোন
OnePlus আজ অর্থাৎ ৪ঠা আগস্ট থেকে তাদের OnePlus Independence Day সেল চালু করেছে। সেলটি আগামী ৩১শে আগস্ট পর্যন্ত চলবে এবং...OnePlus আজ অর্থাৎ ৪ঠা আগস্ট থেকে তাদের OnePlus Independence Day সেল চালু করেছে। সেলটি আগামী ৩১শে আগস্ট পর্যন্ত চলবে এবং OnePlus India -এর অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স পোর্টাল Amazon থেকেও এই সেলের লাভ ওঠানো যাবে ৷ এই সময়কালে সংস্থাটি - OnePlus 11 5G, OnePlus 11R 5G, OnePlus Nord 3 5G এবং OnePlus Nord CE 3 5G -এর মতো তাদের কয়েকটি 'বেস্ট সেলিং' স্মার্টফোনকে ভারী ডিসকাউন্ট ও নানান অফারের সাথে বিক্রি করার কথা নিশ্চিত করেছে। স্মার্টফোন ছাড়াও OnePlus Pad ট্যাবলেটকেও আপনারা অতি সাশ্রয়ী মূল্যে কিনতে নিতে পারবেন। চলুন OnePlus Independence Day সেলে কি কি অফার পাওয়া যাবে দেখে নেওয়া যাক।
OnePlus Independence Day সেলে স্মার্টফোনের উপর অফার
OnePlus 11 5G : ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আলোচ্য মডেলটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৫৬,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। অফার হিসাবে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করলে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার OneCard হোল্ডাররা ওয়ানপ্লাস ১১ ৫জি এবং ওয়ানপ্লাস ১১ ৫জি মার্বেল ওডিসি নামক বিশেষ সংস্করণের সাথে ফ্লাট ২,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন। এছাড়া ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) থেকে ফোনটি কেনার ক্ষেত্রে SBI কার্ড হোল্ডাররা কয়েকটি ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন৷
ফিচার - ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস ১১ ৫জি স্মার্টফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩২১৬x১৪৪০ পিক্সেল) ১০ বিট এলটিপিও ৩.০ Samsung E4 AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ৫২৫ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ১০০০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট ও ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া ডিভাইসটি - অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ, লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) কাস্টম স্কিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১০০ ওয়াট সুপারভোক ফাস্ট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটি ব্যাটারির সাথে এসেছে। আর ছবি তোলার জন্য ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ (৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 সেকেন্ডারি সেন্সর + ৩২ মেগাপিক্সেল Sony IMX709 RGBW টারশিয়ারি সেন্সর) এবং সামনে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা বিদ্যমান।
OnePlus 11R 5G : ওয়ানপ্লাস ১১আর ৫জি স্মার্টফোন হল ওয়ানপ্লাস ১১ ৫জি -এর একটি টোন্ড-ডাউন ভ্যারিয়েন্ট। এটিও সেলে একাধিক উল্লেখযোগ্য অফার সহ উপলব্ধ। বর্তমানে সংস্থার অফিসিয়াল সাইটে এটিকে ৩৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ICIC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন বা নেট ব্যাঙ্কিং করলে ১,০০০ টাকার ছাড় মিলবে৷ এছাড়া অ্যামাজনে (Amazon) SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১০% বা ৭৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেতারা।
ফিচার - ওয়ানপ্লাস ১১আর ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৭৭২×১২৪০ পিক্সেল) কার্ভড ১০ বিট AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর এবং অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) কাস্টম ইউজার ইন্টারফেস চালিত এই হ্যান্ডসেটে - ১০০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল OV08D10 সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো OV02B10 সেন্সর) এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
OnePlus Nord 3 5G এবং OnePlus Nord CE 3 5G : ওয়ানপ্লাস ব্র্যান্ডিংয়ের এই দুটি স্মার্টফোনকে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। যার মধ্যে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি স্মার্টফোনের দাম থাকছে ৩৩,৯৯৯ টাকা। আর নর্ড সিই ৩ ৫জি পাওয়া যাচ্ছে ২৬,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে। অফারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি -কে ICICI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে কিনলে ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে শর্ত একটাই, ক্রেতাদের উক্ত ফোনটিকে ওয়ানপ্লাস স্টোর, ওয়ান প্লাস এক্সপিরিয়েন্স স্টোর বা অ্যামাজন থেকেই কিনতে হবে। অন্যদিকে আজ অর্থাৎ ৪ঠা আগস্ট থেকে ১৮ই আগস্টের মধ্যে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি -কে ক্রয় করলে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
ফিচার - গত মাসে অনুষ্ঠিত 'ওয়ানপ্লাস নর্ড সামার' লঞ্চ ইভেন্টে OnePlus Nord 3 5G এবং OnePlus Nord CE 3 5G নামের দুটি নয়া স্মার্টফোন উন্মোচন করেছিল ওয়ানপ্লাস। যার মধ্যে OnePlus Nord 3 5G মডেলটি - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৩-ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে। এছাড়া অতিরিক্তভাবে এতে আইকনিক অ্যালার্ট স্লাইডারও উপলব্ধ থাকছে।
আর, OnePlus Nord CE 3 5G ফোনে পাওয়া যাবে - ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর, অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩.১ কাস্টম ওএস, ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৮০ ওয়াট ফাস্ট সুপারভুক চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।