OnePlus Nord 3 5G ফোনের সাথে 3000 টাকা ছাড় সহ বিনামূল্যে 2199 টাকার ইয়ারবাডস, এখান থেকে অর্ডার করুন
আপনি যদি নতুন স্মার্টফোন কেনার জন্য সেলের অপেক্ষায় থাকেন, তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। আসলে অনলাইন শপিং প্লাটফর্ম...আপনি যদি নতুন স্মার্টফোন কেনার জন্য সেলের অপেক্ষায় থাকেন, তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। আসলে অনলাইন শপিং প্লাটফর্ম Amazon এর মাধ্যমে যারা ওয়ানপ্লাসের নতুন 5G স্মার্টফোন OnePlus Nord 3 5G কিনবেন, তারা বিনামূল্যে একটি ওয়্যারলেস ইয়ারবাড পাবেন। শুধু তাই নয়, ফোনটির সাথে কুপন ডিসকাউন্ট এবং ১,০০০ টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করলেও অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
OnePlus Nord 3 5G এর দাম ও অফার
OnePlus Nord 3 5G এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। তবে অ্যামাজন এই ফোনের উপর ১,০০০ টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে, যার পরে হ্যান্ডসেটটির দাম পড়বে ৩২,৯৯৯ টাকা। আবার অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং এইচএসবিসি ক্যাশব্যাক কার্ডের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টে ২০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে।
এছাড়া নতুন OnePlus Nord 3 5G কেনার সময় যারা পুরনো ফোন এক্সচেঞ্জ করবেন, তারা সর্বোচ্চ ২৪,৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এই এক্সচেঞ্জ ডিসকাউন্টের মূল্য পুরানো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে। এদিকে এই ডিভাইসটি কিনলে বিনামূল্যে OnePlus Nord Buds 2R পাওয়া যাবে, যার মূল্য ২,১৯৯ টাকা। এটি মিস্টি গ্রিন এবং টেম্পেস্ট গ্রে কালার অপশনে পাওয়া যাবে।
OnePlus Nord 3 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষাসহ ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭৪ ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি+ ডিসপ্লে দেখা যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩.১ ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ লেন্স, ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার ফোনটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৮০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট।