সনির OIS ক্যামেরা, সঙ্গে 120hz স্ক্রিন, ঝাঁকে ঝাঁকে OnePlus Nord 3 5G-র ফিচার্স সামনে আসছে

বহু প্রতীক্ষিত OnePlus Nord 3 5G আগামী ৫ জুলাই ভারতে Nord সিরিজের আরও দুই ডিভাইস OnePlus Nord CE 3 5G এবং Nord Buds 2R ইয়ারবাডের…

বহু প্রতীক্ষিত OnePlus Nord 3 5G আগামী ৫ জুলাই ভারতে Nord সিরিজের আরও দুই ডিভাইস OnePlus Nord CE 3 5G এবং Nord Buds 2R ইয়ারবাডের সাথে লঞ্চ হতে চলেছে৷ Nord 3 5G ফোনটি গত মার্চ মাসে চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 2V-র রিব্র্যান্ডেড মডেল হবে বলে আশা করা হচ্ছে। যা ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত অক্টা-কোর MediaTek Dimensity 9000 প্রসেসর দ্বারা পরিচালিত এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির তরফে ইতিমধ্যেই Nord 3 5G-এর বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার নিশ্চিত করেছে। আর এখন ওয়ানপ্লাস ফোনটির ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

OnePlus Nord 3 5G ডিসপ্লে এবং ক্যামেরা

ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, নর্ড ৩ ৫জি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৪ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লের সাথে লঞ্চ হবে। পূর্বে জানা গিয়েছিল যে,1.5K রেজোলিউশন সহ অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে এতে। ফোনটি দুটি কালার অপশন এবং অ্যালার্ট স্লাইডার সহ পাওয়া যাবে। এটি টেম্পেস্ট গ্রে এবং মিস্টি গ্রিন রঙে আসবে এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ ইনবিল্ট স্টোরেজ থাকবে নিশ্চিত করা হয়েছে।

এর পাশাপাশি, ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি এর ভারতীয় ভার্সনে স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যামের সাথে যুক্ত থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩.১ (OxygenOS 13.1) মোবাইল অপারেটিং সিস্টেমে রান করবে।

কোম্পানি নিশ্চিত করেছে যে OnePlus Nord 3 5G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসাবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি সনি আইএমএক্স৮৯০ সেন্সর ব্যবহৃত হবে। আগে একটি সূত্রে জানা গেছে যে, Nord 3 5G-এর প্রধান ক্যামেরার সঙ্গে একটি ৮ ও ২ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে সম্ভবত একটি ১৬ মেগাপিক্সেল সেন্সর দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 3 5G-তে ৮০ ওয়াট ওয়্যার্ড সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে এনএফসি কানেক্টিভিটি, একটি আইআর ব্লাস্টার এবং ডলবি অ্যাটমস-সাপোর্টেড ডুয়েল স্পিকার ফিচার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন