একধাক্কায় অনেকটাই সস্তা হল OnePlus Nord 3 5G, রয়েছে OnePlus 11 এর ক্যামেরা সেন্সর

যদিও ভারতবর্ষে একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন উপলব্ধ। তবুও, এমন অনেক মানুষই আছেন যারা OnePlus ব্র্যান্ডটির স্মার্টফোন...
techgup 29 Dec 2023 12:34 PM IST

যদিও ভারতবর্ষে একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন উপলব্ধ। তবুও, এমন অনেক মানুষই আছেন যারা OnePlus ব্র্যান্ডটির স্মার্টফোন ভীষণ পছন্দ করেন। আর, আপনিও যদি একজন OnePlus অনুরাগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। কারণ, সম্প্রতি সংস্থাটি তার ভারতীয় গ্রাহকদের জন্য দাম কমিয়েছে OnePlus Nord 3 5G ডিভাইসটির।

চলতি বছরের প্রথমে লঞ্চ হওয়া নর্ড লাইনআপের সবচেয়ে শক্তিশালী এই ডিভাইসটির উভয় ভ্যারিয়েন্টই এখন ৪০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। OnePlus India-র অফিসিয়াল ওয়েবসাইট এবং OnePlus Store মোবাইল অ্যাপে এই অফার উপলব্ধ। চলুন সংস্থাটি এই ডিভাইসে আর কি কি ছাড় দিতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতে OnePlus Nord 3 5G এর নতুন মূল্য

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ডিভাইসটির ৮জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টকে ৩৩,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল, কিন্ত এখন এটি পাওয়া যাবে ২৯,৯৯৯ টাকায়। এছাড়াও, এর ১৬ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের এমআরপি ৩৭,৯৯৯ টাকা হলেও, দাম কমানোর পর এটি পাওয়া যাবে ৩৩,৯৯৯ টাকায়। এর সাথে ক্রেতারা ৩ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধাও পাবেন। উল্লেখ্য, এই ডিভাইসটি টেম্পেস্ট গ্রে এবং মিস্ট গ্রিন কালার অপশনে পাওয়া যাবে।

আবার, আইসিআইসিআই ক্রেডিট কার্ড, ইএমআই এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও ব্যবহারকারীরা ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়ও পেয়ে যাবেন। এছাড়াও, OneCard এবং Citi Bank ব্যবহারকারীরাও এই ডিভাইসটি ক্রয় করলে পেতে পারেন আকর্ষণীয় ছাড়।

OnePlus থেকে সরাসরি এই ডিভাইসটি কিনলে পাওয়া যাবে অতিরিক্ত সুবিধা

ক) JioPlus-এর ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানের সাথে পাওয়া যাবে ৪,৫০০ টাকার সুবিধা।

খ) ৬ মাসের জন্য ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

গ) সরাসরি OnePlus-এর ওয়েবসাইট বা কোনো খুচরা দোকান থেকে ডিভাইসটি কিনলে পাওয়া যাবে ৪,৪৪৯ টাকার OnePlus Care-এর সুবিধা।

প্রসঙ্গত, এই ডিভাইসের পিছনে রয়েছে Sony IMX890 ক্যামেরা সেন্সর, যেটি ফ্ল্যাগশিপ OnePlus 11 ডিভাইসেও ব্যবহার করা হয়েছে।

Show Full Article
Next Story