OnePlus Nord 3 জুলাইয়ের আগেই লঞ্চ হতে পারে, জবরদস্ত ফিচারের সঙ্গে আকর্ষণীয় দাম

OnePlus 11 এবং 11R লঞ্চ করার পর ওয়ানপ্লাস এবার তাদের Nord লাইনআপের অধীনে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার...
Ananya Sarkar 24 Feb 2023 1:53 PM IST

OnePlus 11 এবং 11R লঞ্চ করার পর ওয়ানপ্লাস এবার তাদের Nord লাইনআপের অধীনে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। যা একঝাঁক আকর্ষণীয় ফিচারের সঙ্গে OnePlus Nord 3 নামে বাজারে আসতে পারে। সংস্থার তরফে কিছু জানানোর আগেই এক নতুন রিপোর্ট OnePlus Nord 3-এর লঞ্চের সময়রেখার পাশাপাশি স্পেসিফিকেশনও প্রকাশ করেছে।

OnePlus Nord 3 এর স্পেসিফিকেশন এবং লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে

ওয়ানপ্লাস নর্ড ৩ সম্ভবত ২০২১ সালে লঞ্চ হওয়া নর্ড ২-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে। সাধারণত সমস্ত নর্ড সিরিজের স্মার্টফোনই প্রতিযোগিতামূলক দামের সাথে লঞ্চ হয় এবং এগুলি একটি শক্তিশালী চিপসেট, সক্ষম ক্যামেরা, ফাস্ট চার্জিং সাপোর্ট ও উন্নত হার্ডওয়্যার অফার করে। ওয়ানপ্লাস নর্ড ৩-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বলেই আশা করা যায়। মাইস্মার্টপ্রাইসও একই দাবি করেছে।

জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড ৩-এ ৬.৭২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে৷ এটিঅক্টা-কোর ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। জানিয়ে রাখি, এটি শক্তিশালী চিপসেট হিসাবেই পরিচিত। ৪ ন্যানোমিটার নোডের ওপর ভিত্তি করে ২০২১ সালে ঘোষিত করেছিল।

OnePlus Nord 3 ফোনের চিপসেটটি ৮ জিবি/১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজের সাথে যুক্ত থাকবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল-ক্যামেরা ইউনিটের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে। এছাড়াও, এই ক্যামেরা সেটআপে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করতে পারে।

অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য, Nord 3-এর সামনে সম্ভবত একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর দেখা যাবে।পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 3-এ ৮০ ওয়াট সুপারভোক (SuperVooc) চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

হ্যান্ডসেটটিতে ওয়ানপ্লাসের সিগনেচার অ্যালার্ট স্লাইডার বা সাইলেন্ট সুইচ থাকবে, যা অবশ্যই এটিকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলবে। পরিশেষে, মাইস্মার্টপ্রাইস জানিয়েছে, OnePlus Nord 3 সম্ভবত জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মধ্যে বিশ্ববাজারে লঞ্চ হবে।

Show Full Article
Next Story