গেমারদের জন্য আদর্শ, কুলিং চেম্বার, লিনিয়ার মোটর সহ আর কী থাকছে OnePlus Nord 3 ফোনে

ওয়ানপ্লাস (OnePlus) শীঘ্রই তাদের Nord সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা OnePlus Nord 3...
Ananya Sarkar 26 Jun 2023 2:38 PM IST

ওয়ানপ্লাস (OnePlus) শীঘ্রই তাদের Nord সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা OnePlus Nord 3 এবং OnePlus Nord CE 3 নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। এদিকে OnePlus Nord Buds 2r ইয়ারবাডস আগামী ৫ জুলাই ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। অনুমান, Nord সিরিজের নতুন ফোনগুলিও একই সময়ে উন্মোচনহতে পারে। আর এখন, হাতে ধরা অবস্থায় OnePlus Nord 3-এর একটি ভিডিও সামনে এসেছে, যা ফোনটির ডিজাইন তুলে ধরেছে। আসুন ওই ভিডিও থেকে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

লঞ্চের আগেই ফাঁস OnePlus Nord 3-এর আনবক্সিং ভিডিও

পিনয়মেট্রোগিক নতুন ওয়ানপ্লাস নর্ড ৩-এর একটি আনবক্সিং ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে প্রদর্শিত ফোনটিতে ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এবং এর কালার অপশনটির নাম মিস্টি গ্রাস। স্মার্টফোনের প্যাকেজটিতে একটি চার্জার এবং একটি ইউএসবি-এ টু ইউএসবি-সি কেবলও দেওয়া হয়েছে৷ বক্সি ফর্ম ফ্যাক্টর এবং মেটালিক ফ্রেম সহ নর্ড ৩-এর ডিজাইনটি বিদ্যমান ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট-এর সাথে সাদৃশ্যপূর্ণ।

বিস্তারিতভাবে বললে, ডিভাইসের পিছনে দুটি ক্যামেরা রিং দেখা গেছে, যেগুলির মধ্যে মোট তিনটি ক্যামেরা সেন্সর অবস্থান করছে। আর লেন্সগুলির পাশে ডুয়েল এলসিডি ফ্ল্যাশ মডিউলও রয়েছে। ওয়ানপ্লাস নর্ড ৩-এর ডানদিকে পাওয়ার বাটন এবং অ্যালার্ট স্লাইডারটিকে দেখা গেছে, আর বাম দিকে উপস্থিত রয়েছে ভলিউম রকার। আর সামনের অংশে পাঞ্চ-হোল ডিসপ্লের চারিদিকে সরু এবং প্রতিসম বেজেল রয়েছে।

OnePlus Nord 3-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, আসন্ন OnePlus Nord 3-এ ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত হবে। Nord 3 সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ (Oxygen OS 13.1) ইউজার ইন্টারফেসে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Nord 3-এ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে, একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 3 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও, OnePlus Nord 3-এ ডলবি অ্যাটমস সহ ডুয়েল স্টেরিও স্পিকার, হিট ম্যানেজমেন্টের জন্য একটি ৪১২৯.৮ মিলিমিটার (বর্গ) ভিসি কুলিং চেম্বার মিলবে। ডিভাইসটি এনএফসি একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং একটি আইআর ব্লাস্টার অফার করবে বলে জানা গেছে।

Show Full Article
Next Story