গেমারদের জন্য আদর্শ, কুলিং চেম্বার, লিনিয়ার মোটর সহ আর কী থাকছে OnePlus Nord 3 ফোনে
ওয়ানপ্লাস (OnePlus) শীঘ্রই তাদের Nord সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা OnePlus Nord 3...ওয়ানপ্লাস (OnePlus) শীঘ্রই তাদের Nord সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা OnePlus Nord 3 এবং OnePlus Nord CE 3 নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। এদিকে OnePlus Nord Buds 2r ইয়ারবাডস আগামী ৫ জুলাই ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। অনুমান, Nord সিরিজের নতুন ফোনগুলিও একই সময়ে উন্মোচনহতে পারে। আর এখন, হাতে ধরা অবস্থায় OnePlus Nord 3-এর একটি ভিডিও সামনে এসেছে, যা ফোনটির ডিজাইন তুলে ধরেছে। আসুন ওই ভিডিও থেকে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।
লঞ্চের আগেই ফাঁস OnePlus Nord 3-এর আনবক্সিং ভিডিও
পিনয়মেট্রোগিক নতুন ওয়ানপ্লাস নর্ড ৩-এর একটি আনবক্সিং ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে প্রদর্শিত ফোনটিতে ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এবং এর কালার অপশনটির নাম মিস্টি গ্রাস। স্মার্টফোনের প্যাকেজটিতে একটি চার্জার এবং একটি ইউএসবি-এ টু ইউএসবি-সি কেবলও দেওয়া হয়েছে৷ বক্সি ফর্ম ফ্যাক্টর এবং মেটালিক ফ্রেম সহ নর্ড ৩-এর ডিজাইনটি বিদ্যমান ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট-এর সাথে সাদৃশ্যপূর্ণ।
বিস্তারিতভাবে বললে, ডিভাইসের পিছনে দুটি ক্যামেরা রিং দেখা গেছে, যেগুলির মধ্যে মোট তিনটি ক্যামেরা সেন্সর অবস্থান করছে। আর লেন্সগুলির পাশে ডুয়েল এলসিডি ফ্ল্যাশ মডিউলও রয়েছে। ওয়ানপ্লাস নর্ড ৩-এর ডানদিকে পাওয়ার বাটন এবং অ্যালার্ট স্লাইডারটিকে দেখা গেছে, আর বাম দিকে উপস্থিত রয়েছে ভলিউম রকার। আর সামনের অংশে পাঞ্চ-হোল ডিসপ্লের চারিদিকে সরু এবং প্রতিসম বেজেল রয়েছে।
OnePlus Nord 3-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিপোর্ট অনুযায়ী, আসন্ন OnePlus Nord 3-এ ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত হবে। Nord 3 সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ (Oxygen OS 13.1) ইউজার ইন্টারফেসে রান করবে।
ক্যামেরার ক্ষেত্রে, Nord 3-এ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে, একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 3 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়াও, OnePlus Nord 3-এ ডলবি অ্যাটমস সহ ডুয়েল স্টেরিও স্পিকার, হিট ম্যানেজমেন্টের জন্য একটি ৪১২৯.৮ মিলিমিটার (বর্গ) ভিসি কুলিং চেম্বার মিলবে। ডিভাইসটি এনএফসি একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং একটি আইআর ব্লাস্টার অফার করবে বলে জানা গেছে।