OnePlus Nord 3 নামে বিশ্ব বাজারে আসছে OnePlus Ace 2V, কবে লঞ্চ হবে জানুন

OnePlus সম্প্রতি নিশ্চিত করেছে যে আগামী ৭ই মার্চ তাদের লেটেস্ট স্মার্টফোন মডেল OnePlus Ace 2V (OnePlus Ace 2 Dimensity...
SUMAN 1 March 2023 12:27 PM IST

OnePlus সম্প্রতি নিশ্চিত করেছে যে আগামী ৭ই মার্চ তাদের লেটেস্ট স্মার্টফোন মডেল OnePlus Ace 2V (OnePlus Ace 2 Dimensity Edition) চীনের বাজারে পা রাখতে চলেছে। আমরা জানতে পেরেছি, আসন্ন এই স্মার্টফোনটি পূর্বসূরি OnePlus Ace 2 -এর থেকে বেশ কয়েকটি ফিচার ধার করতে পারে। যদিও স্বতন্ত্রতা বজায় রাখার খাতিরে কিছু হার্ডওয়্যার-কেন্দ্রিক আপগ্রেডেশন এতে দেখা যাবে।

প্রসঙ্গত সংস্থার হোম মার্কেটে এই হ্যান্ডসেটটি OnePlus Ace 2V নামে আসলেও, বিশ্বব্যাপী এটি OnePlus Nord 3 হিসাবে আত্মপ্রকাশ করবে বলে দাবি হচ্ছে। এক্ষেত্রে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ ম্যাক্স জাম্বরের (Max Jambor) বলেছেন, ২০২৩ সালের জুলাই মাসে অর্থাৎ চীনে আত্মপ্রকাশের ৪ মাস পর OnePlus Nord 3 স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। আর ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্ট সম্ভবত গ্রীন এবং ব্ল্যাক কালার বিকল্পের সাথে আসতে পারে।

এছাড়া পূর্ববর্তী কয়েকটি রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে, আসন্ন OnePlus Ace 2V স্মার্টফোন ফ্ল্যাগশিপ-গ্রেড অ্যালুমিনিয়াম সাইড এবং বক্সি ডিজাইনের সাথে আসবে। আবার এতে 'আইকনিক' অ্যালার্ট স্লাইডারও দেওয়া হতে পারে, যা সাম্প্রতিক নর্ড সিরিজের স্মার্টফোনগুলিতে অনুপস্থিত।

OnePlus Nord 3 -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আসন্ন OnePlus Ace 2V বা OnePlus Nord 3 স্মার্টফোনে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ২০২১ সালে ঘোষিত মিডিয়াটেকের অক্টা-কোর ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। আর স্টোরেজ হিসাবে এই হ্যান্ডসেটটি ৮ জিবি / ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি রম অফার করবে।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে OnePlus Nord 3 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে। এই ক্যামেরাগুলি - ৫০ মেগাপিক্সেল বা ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর হতে পারে। আবার সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 3 ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং টেকনোলজি সমর্থন করে। এছাড়া, এই আপকামিং ওয়ানপ্লাস হ্যান্ডসেটে অ্যালার্ট স্লাইডার বা মিউট সুইচ দেওয়া হতে পারে।

Show Full Article
Next Story