OnePlus Nord 4 মিড-রেঞ্জে দুর্দান্ত ফিচার্স নিয়ে আসছে, অপেক্ষা করবেন? নাকি অন্য ফোন কিনবেন

ওয়ানপ্লাস (OnePlus) তাদের Nord সিরিজের অধীনে প্রতিযোগিতামূলক দামে হাই-এন্ড ফিচার সহ মিড-রেঞ্জের স্মার্টফোন অফার করার...
Ananya Sarkar 13 Jun 2024 1:25 PM IST

ওয়ানপ্লাস (OnePlus) তাদের Nord সিরিজের অধীনে প্রতিযোগিতামূলক দামে হাই-এন্ড ফিচার সহ মিড-রেঞ্জের স্মার্টফোন অফার করার জন্য বেশ জনপ্রিয়। এই লাইনআপের পরবর্তী ফোন হতে চলেছে OnePlus Nord 4। হ্যান্ডসেটটির সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এটি চায়না-এক্সক্লুসিভ OnePlus Ace 3V ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে। আর এখন OnePlus Nord 4 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সত্যিই কি এই ফোনটির জন্য অপেক্ষা করা লাভদায়ক হবে? আসুন জেনে নেওয়া যাক।

OnePlus Nord 4 শীঘ্রই আসছে মার্কেটে

বিল্ড এবং ডিসপ্লে

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনটি ওয়ানপ্লাস এস ৩ভি ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হবে, তাই এতে প্রিমিয়াম লুকের সাথে সামনে এবং পিছনে গ্লাস সহ একটি স্লিক ডিজাইন দেখা যাবে। ফোনটিতে ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে যা মসৃণ ভিজ্যুয়ালের জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং দৈনন্দিন ব্যবহার ও বিনোদনের জন্য একটি দুর্দান্ত ভিউয়িং এক্সপেরিয়েন্স অফার করবে। এছাড়াও, জল এবং ধুলো প্রতিরোধী আইপি৬৫ (IP65) রেটিং আরও স্থায়িত্ব প্রদান করবে।

উন্নত কর্মক্ষমতা:

ওয়ানপ্লাস নর্ড ৪ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসরে চলবে বলে আশা করা হচ্ছে। প্রসেসরটি ফ্ল্যাগশিপ-গ্রেড মূল আর্কিটেকচারের সাথে কিছু গুরুতর কর্মক্ষমতা প্রদান করবে। অর্থাৎ, ওয়ানপ্লাস নর্ড ৪ সহজেই গেমিং এবং অন্যান্য চাহিদাপূর্ণ কাজগুলি পরিচালনা করতে সক্ষম হবে বলে আশা করা যায়। ২৫৬ জিবি থেকে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্পের জন্য ফোনটি ১২ জিবি র‍্যাম সহ আসতে পারে।

ক্যামেরা এবং অন্যান্য বৈশিষ্ট্য

সম্ভবত OnePlus Ace 3V ফোনের মতোই ক্যামেরা সিস্টেম OnePlus Nord 4 হ্যান্ডসেটে থাকবে। অর্থাৎ, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ দেখা যাবে৷ তবে ডেডিকেটেড জুম শটগুলির জন্য এই ফোনে টেলিফটো লেন্সের অভাব থাকতে পারে। ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেলফি এবং ভিডিও কল ক্যাপচার করার জন্য উপযুক্ত হবে বলে আশা করা যায়।

পাওয়ার ব্যাকআপের জন্য, Nord 4 সম্ভবত বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এটি OnePlus Ace 3V ফোনের মতো একই সেটআপ। আর Ace সিরিজের ফোনটির ক্ষেত্রে কোম্পানির দাবি করে যে মাত্র ৩০ মিনিটের মধ্যে এর ব্যাটারিটি সম্পূর্ণভাবে সার্চ করা সম্ভব।

তবে, OnePlus Nord 4 ফোনের কিছু ত্রুটি থাকতে পারে। এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটের অভাব থাকবে বলে শোনা যাচ্ছে, অর্থাৎ ইউজারদের ফোনের অভ্যন্তরীণ স্টোরেজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এছাড়াও, এতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অনুপস্থিত থাকবে, যারা ওয়্যার্ড হেডফোন পছন্দ করেন তাদের জন্য এটি একটি নেতিবাচক দিক হতে পারে।

OnePlus Nord 4 ফোনের জন্য অপেক্ষা করা যুক্তযুক্ত হবে কিনা, তার সিদ্ধান্ত এটির দাম সহ বিভিন্ন কারণের ওপর নির্ভর করে। কোনও ক্রেতা যদি বড় অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং সহ একটি মিড-রেঞ্জের স্মার্টফোন চান, তাহলে তাদের জন্য OnePlus Nord 4 একটি ভালো বিকল্প হতে পারে। অক্সিজেন ওএস এবং সক্ষম প্রসেসর এর আবেদন বৃদ্ধি করবে।

তবে, কারুর যদি উচ্চ-স্তরের কর্মক্ষমতার প্রয়োজন হয়, তাহলে OnePlus Nord 4 সেরা পছন্দ নাও হতে পারে। ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া শক্তিশালী Snapdragon 8s Gen 3 চিপ সমন্বিত Poco F6 আরও একটি ভাল পছন্দ হতে পারে। এটির প্রারম্ভিক দাম ৩০,০০০ টাকার কম, যা OnePlus Nord 4 ফোনেরও সম্ভাব্য প্রাইস রেঞ্জ। এই Nord সিরিজের হ্যান্ডসেটটির জন্য অপেক্ষা করা সঠিক পদক্ষেপ কিনা, তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে জল্পনার ওপর ভিত্তি করে এটি কিছু স্ট্যান্ডআউট স্পেসিফিকেশন সহ একটি উৎকৃষ্ট মানের মিড-রেঞ্জের ফোন হবে বলে মনে হচ্ছে।

Show Full Article
Next Story