3000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus Nord 4, জানুন কোথায় পাবেন সস্তায়
ওয়ানপ্লাসের সবথেকে জনপ্রিয় নর্ড সিরিজের স্মার্টফোনে মিলছে দারুন ছাড়। ই-কমার্স সাইটে মিলছে এই অফার। সীমিত সময়ের জন্য কম দামে কেনা যাবে OnePlus Nord 4।
OnePlus Nord 4 এর দাম কমলো ই-কমার্স সাইট অ্যামাজনে। দারুন ছাড়ের সঙ্গে সাইটে তালিকাভুক্ত হয়েছে স্মার্টফোনটি। এটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে অফারটি। ভারতে ২৯,৯৯৯ টাকায় লঞ্চ হয় এই স্মার্টফোন। তবে বর্তমানে এটি আরও কম দামে কেনা যাবে। অ্যামাজনে ফোনের উপর ২,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। যার মানে এটির বর্তমান দাম ২৭,৯৯৯ টাকা।
অফার এখানেই শেষ নয়, ওয়ানকার্ড ক্রেডিট কার্ড এবং অন্যান্য ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে আরও ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। যার ফলে ফোনের দাম কমে দাঁড়াবে ২৬,৯৯৯ টাকা। যারা পুরনো ফোন এক্সচেঞ্জ করতে চান তারা আরও কম দামে বাড়ি আনতে পারবেন OnePlus Nord 4। কারণ এক্সচেঞ্জ ভ্যালু হিসাবে মোটা টাকা ফোনের দামের উপর থেকে কেটে নেওয়া হয়। তবে বেশি এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ার জন্য পুরনো ফোনের অবস্থা ভালো থাকতে হবে।
৩০ হাজার টাকা বাজেটের মধ্যে একটি দুর্দান্ত 5G স্মার্টফোনের বিকল্প OnePlus Nord 4। একাধিক রংয়ে এটি বিক্রি হয়। যেমন - মেরিকুরাল সিলভার, অবসিডিয়ান মিডনাইট এবং ওয়াসিস গ্রিন। প্রিমিয়াম ডিজাইন ছাড়াও ফোনে রয়েছে বিশাল ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট। চার বছর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এই ডিভাইসে।
OnePlus Nord 4 এর স্পেসিফিকেশন ও ফিচার
এই স্মার্টফোনের সামনে দেখা যাবে ২৭৭২x১২৪০ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৭ ইঞ্চির সুপার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। ডিভাইসটি ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরার কথা বললে, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটিআইএ প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। সেলফির জন্য, এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম উপস্থিত।
প্রসঙ্গত, ওয়ানপ্লাস শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে OnePlus 13 এবং সস্তা ভ্যারিয়েন্ট OnePlus 13R লঞ্চ করতে পারে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রথম মডেলটি ১৬ জিবি র্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। এটি আগেই চীনে লঞ্চ হয়েছে। আর OnePlus 13R স্মার্টফোনটি OnePlus Ace 5 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে বাজারে পা রাখবে।
ওয়ানপ্লাসের সবথেকে জনপ্রিয় নর্ড সিরিজের স্মার্টফোনে মিলছে দারুন ছাড়। ই-কমার্স সাইটে মিলছে এই অফার। সীমিত সময়ের জন্য কম দামে কেনা যাবে OnePlus Nord 4।