OnePlus Nord CE 2 Lite কুড়ি হাজার টাকার কমে লঞ্চ হল, রয়েছে 5G কানেক্টিভিটি ও ফাস্ট চার্জিং সাপোর্ট
আজ অর্থাৎ ২৮শে এপ্রিল OnePlus তাদের Nord সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসাবে OnePlus Nord CE 2 Lite 5G ভারতে লঞ্চ করলো।...আজ অর্থাৎ ২৮শে এপ্রিল OnePlus তাদের Nord সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসাবে OnePlus Nord CE 2 Lite 5G ভারতে লঞ্চ করলো। ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। একই সাথে এই 5G কানেক্টিভিটির স্মার্টফোনটি, ৬৪ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমন্বিত AI-ব্যাকড ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৩৩ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০এমএএইচ ব্যাটারিও অফার করবে। সর্বোপরি, এই নয়া হ্যান্ডসেটে একটি গেম ফোকাস মোড রয়েছে, যা গেমিংয়ের সময়ে ব্যবহারকারীদের অবাঞ্ছিত নোটিফিকেশন অ্যালার্ট ডিজেবল করার সুবিধা দেবে। প্রসঙ্গত, আয়োজিত লঞ্চ ইভেন্টে OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনের পাশাপাশি, OnePlus 10R 5G এবং OnePlus Nord Buds ইয়ারবাডের উপর থেকেও পর্দা সরিয়েছে ব্র্যান্ডটি। যাইহোক, চলুন OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনের দাম ও বিশেষত্ব বিশদে জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 2 Lite 5G দাম ও লভ্যতা
ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ২১,৯৯৯ টাকা। এটি দুটি স্বতন্ত্র কালার ভ্যারিয়েন্টে এসেছে - ব্ল্যাক ডাস্ক এবং ব্লু টাইড। লভ্যতার কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনকে আগামী ৩০শে এপ্রিল দুপুর ১২টা থেকে ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India), সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল স্টোর, ক্রোমা স্টোর এবং নির্বাচিত কিছু পার্টনার স্টোরের মাধ্যমে কেনা যাবে।
প্রসঙ্গত, ওয়ানপ্লাস গত ফেব্রুয়ারি মাসে ভারতে OnePlus Nord CE 2 হ্যান্ডসেটটি লঞ্চ করেছিল, যার প্রারম্ভিক মূল্য ২৩,৯৯৯ টাকা রাখা হয়েছিল। এই মূল্য ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের জন্য বরাদ্দ করা হয়েছিল।
OnePlus Nord CE 2 Lite 5G স্পেসিফিকেশন, ফিচার
ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪১২ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যার এসপেক্ট রেশিও ২০:৯, পিক্সেল ডেনসিটি ২০২পিপিআই এবং রিফ্রেশ রেট (ডাইনামিক) ১২০ হার্টজ। এই ডিসপ্লে, sRGB কালার গ্যামেট এবং ২৪০ হার্টজ টাচ রেসপন্স রেট সমর্থন করে, যা উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস। তদুপরি, অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের সম্পর্কে বললে, এই নয়া হ্যান্ডসেটটি অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ কাস্টম স্কিন পাওয়া যাবে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ সহ উপলব্ধ।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, OnePlus Nord CE 2 Lite 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল শ্যুটার এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ডিভাইসের সামনে, এফ/২.০ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর দেখা যাবে।
ওয়ানপ্লাসের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য, 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, এনএফসি, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। আবার ফোনটির সেন্সর অপশনের মধ্যে সামিল থাকছে, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর। এছাড়া বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE 2 Lite 5G ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ওয়াট সুপারভোক (SuperVOOC) ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। এই চার্জিং টেকনোলজি ডিভাইসকে মাত্র ৩০ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ করার ক্ষমতা রাখে বলে দাবি করা হয়েছে। পরিশেষে, OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনের পরিমাপ ১৬৪.৩x৭৫.৬x৮.৫মিমি এবং ওজন ১৯৫ গ্রাম।