OnePlus Nord CE 2 ফোনে চলে এল Android 13 আপডেট, কীভাবে ইনস্টল করবেন

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে আত্মপ্রকাশ করা OnePlus Nord CE 2 স্মার্টফোনের জন্য লেটেস্ট Android 13 ভিত্তিক OxygenOS...
SUMAN 18 Feb 2023 7:51 PM IST

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে আত্মপ্রকাশ করা OnePlus Nord CE 2 স্মার্টফোনের জন্য লেটেস্ট Android 13 ভিত্তিক OxygenOS 13 আপডেট রোলআউট করার ঘোষণা করলো সংস্থা। জানিয়ে রাখি, লঞ্চের সময়ে ডিভাইসটি Android 11 ভিত্তিক OxygenOS 11 ইউজার ইন্টারফেসে রান করতো। নয়া আপডেটের সাথে ব্যবহারকারীরা - উন্নত পারফরম্যান্স, নতুন সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার, হোম উইজেট এবং ওয়ানপ্লাসের নতুন অ্যাকোমোরফিক ডিজাইন ব্যবহারের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তবে এই সর্বশেষ ওএস আপডেটটি বর্তমানে শুধুমাত্র সেই সকল ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হবে যারা সংস্থা পরিচালিত ওপেন বিটা প্রোগ্রামে (open beta program) অংশ নিয়েছিলেন। যদিও পর্যায়ক্রমে প্রত্যেক OnePlus Nord CE 2 স্মার্টফোনের জন্য নয়া OxygenOS 13 আপডেট উপলব্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে OnePlus।

OnePlus Nord CE 2 স্মার্টফোনের ভারতীয় সংস্করণ পেল Android 13 ভিত্তিক OxygenOS 13 আপডেট

ওয়ানপ্লাস সম্প্রতি তাদের কমিউনিটি পেজে একটি পোস্ট করে জানিয়েছে যে, বিদ্যমান ওয়ানপ্লাস নর্ড সিই ২ স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের জন্য অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ কাস্টম রম আপডেট রিলিজ করা হয়েছে। তবে সংস্থার 'ওপেন বিটা প্রোগ্রাম' -এ অংশগ্রহণকারীরা এই আপডেটটি সর্বপ্রথম পাবে। আর যেমনটা আমরা আগেই বলেছি এই আপডেট - নতুন ডিজাইনের থিম, অ্যাকোমোরফিক ডিজাইন থিম কালার, হোম স্ক্রিন ওয়ার্ল্ড ক্লক উইজেট, কোয়ান্টাম অ্যানিমেশন ইঞ্জিন ৪.০ প্রযুক্তির পাশাপাশি অপ্টিমাইজড উইজেটস, ফন্ট এবং সিস্টেম আইকনের মতো কাস্টমাইজেশন ফিচার সহ এসেছে।

ওয়ানপ্লাস প্রদত্ত বিবৃতি অনুসারে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ ফোনের জন্য নিয়ে আসা অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন আপডেটটি সুরক্ষা এবং গোপনীয়তা সংক্রান্ত আরো উন্নত বৈশিষ্ট্য অফার করবে, যা চ্যাট স্ক্রিনশটের ক্ষেত্রে অটোমেটিক পিক্সেলেশন ফিচার সহ এসেছে। পাশাপাশি এই আপডেটেটি ডিভাইসের ইন্টারনাল ফাইলের জন্য 'অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড' (AES) এনক্রিপশনও সাপোর্ট করে।

ওয়ানপ্লাস এর Android 13 ওএসের উপর ভিত্তি করে তৈরি সর্বশেষতম OxygenOS 13 আপডেট - সিস্টেমের গতি, স্থিতিশীলতা, ব্যাটারি লাইফ এবং অ্যাপের ইউজার এক্সপিরিয়েন্সও উন্নত করবে। উপরন্তু, গেমিংয়ের সময়ে পাওয়ার কনজামশন বা বিদ্যু খরচ হ্রাস করতে এই নতুন ওএস স্কিন আপগ্রেডেড 'হাইপারবুস্ট জিপিএ ৪.০' ফিচার অফার করবে। এছাড়া, রিডিজাইন মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল, অপ্টিমাইজড কুইক সেটিংস এবং সাইডবার টুলবক্স ফ্লোটিং উইন্ডোর মতো একাধিক নতুন বৈশিষ্ট্যও ব্যবহার করার স্বাদ পাবেন ওয়ানপ্লাস নর্ড সিই ২ স্মার্টফোন ব্যবহারকারীরা।

কীভাবে OnePlus Nord CE 2 স্মার্টফোনে Android 13 ভিত্তিক OxygenOS 13 আপডেট ইনস্টল করবেন?

আপনিও যদি একজন OnePlus Nord CE 2 স্মার্টফোনের মালিক হন এবং অক্সিজেনওএস ১৩ আপডেট ইনস্টল করতে চান নিজের ডিভাইসে তবে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করুন -

১. প্রথমেই আপনাকে নিজের ওয়ানপ্লাস ফোনে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে।

২. এখানে গিয়ে দেখুন যে ম্যানুয়ালি আপডেট এসেছে কিনা।

৩. যদি ম্যানুয়ালি ওএস আপডেট পেয়ে যান, তবে 'Software update' অপশনটি নির্বাচন করুন।

৪. পরবর্তীতে, 'Download the update' বিকল্প চয়নের মাধ্যমে এই নতুন ইউজার ইন্টারফেস আপডেটটি ডিভাইসে ডাউনলোড ও ইনস্টল করুন।

Show Full Article
Next Story