লঞ্চের সময়ের থেকে 8000 টাকা সস্তা হল OnePlus Nord CE 3 5G, এই প্রথম এত সস্তায়

OnePlus এর একটি 5G ফোন এখন লঞ্চের থেকে 8,000 টাকা কমে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি OnePlus Nord CE 3 5G সম্পর্কে। এই...
Julai Modal 19 Aug 2024 12:24 AM IST

OnePlus এর একটি 5G ফোন এখন লঞ্চের থেকে 8,000 টাকা কমে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি OnePlus Nord CE 3 5G সম্পর্কে। এই স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর উপস্থিত। এছাড়াও আছে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট। জানিয়ে রাখি, ইতিমধ্যেই এর আপগ্রেড মডেল অর্থাৎ OnePlus Nord CE 4 5G বাজারে এসেছে, যার দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে। তবে আপনার বাজেট যদি আরও কম হয় তবে Nord CE 3 ভালো অপশন হবে।

লঞ্চের সময়ের থেকে 8000 টাকা কমে পাওয়া যাচ্ছে এই OnePlus ফোন

OnePlus Nord CE 3 5G গত বছর লঞ্চ হয়েছিল। লঞ্চের সময়, এর 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 26,999 টাকা এবং 12 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 28,999 টাকা। তবে কিছু মাস পরে, সংস্থাটি এর 8 জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের মূল্য কমিয়ে 24,999 টাকা করে। এখন আবার এই মডেলের ঈপর বিশাল ছাড় দিচ্ছে অ্যামাজন।

এখন অ্যামাজনে OnePlus Nord CE 3 5G ফোনের 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টটি মাত্র 18,999 টাকায় পাওয়া যাচ্ছে, যা লঞ্চের মূল্যের চেয়ে পুরো 8,000 টাকা কম। ডিভাইসটির অ্যাকোয়া সার্জ কালার ভ্যারিয়েন্ট এই মূল্যে পাওয়া যাচ্ছে এই দামে। এছাড়াও এর সাথে 18,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

OnePlus Nord CE 3 5G এর বিশেষ বিশেষ ফিচার

OnePlus Nord CE 3 ফোনে 120Hz রিফ্রেশ রেটের 6.7-ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 782G প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে এই স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সনি আইএমএক্স৮৯০ সেন্সর, 8 মেগাপিক্সেল সনি আইএমএক্স355 সেন্সর ও 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W সুপারভুক চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story