ডিজাইনে আমূল পরিবর্তন, OnePlus Nord CE 3 লঞ্চ হতে চলেছে শীঘ্রই, 108MP ক্যামেরা

ওয়ানপ্লাস (OnePlus) এই মুহূর্তে তাদের পরবর্তী Nord-ব্র্যান্ডের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এটি Nord CE 3...
Ananya Sarkar 30 Nov 2022 12:51 PM IST

ওয়ানপ্লাস (OnePlus) এই মুহূর্তে তাদের পরবর্তী Nord-ব্র্যান্ডের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এটি Nord CE 3 নামে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আর এখন একটি রিপোর্ট থেকে এই হ্যান্ডসেটটির কিছু এক্সক্লুসিভ ছবি সামনে এসেছে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে অনলিক্স এই ওয়ানপ্লাস ফোনটির মূল স্পেসিফিকেশনগুলিও ফাঁস করেছিলেন। আর লেটেস্ট ছবিগুলি প্রোটোটাইপ মডেলের উপর ভিত্তি করে নির্মিত, তবে সেটি ডিজাইনের দিকটি স্পষ্টভাবে তুলে ধরেছে।

প্রকাশ্যে এল OnePlus Nord CE 3-এর নয়া রেন্ডার

প্রকাশ্যে আসা ছবিগুলি থেকে বোঝা যাচ্ছে যে, ডিজাইনের নিরিখে এটি পূর্বসূরি নর্ড সিই ২-এর তুলনায় আমূল পরিবর্তনের সাথে আসবে। নতুন মডেলটিতে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি সেন্টার্ড পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। এর ডিসপ্লেটির নীচে অপেক্ষাকৃত চওড়া ও চিন বাদে তিনদিকে পাতলা বেজেল থাকবে। ডানদিকে পাওয়ার বাটন অবস্থান করবে এবং এতে একটি বক্সি ফর্ম ফ্যাক্টর দেখা যাবে। আর বাম প্রান্তে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে উপস্থিত থাকবে। পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও এম্বেড করা থাকবে বলে মনে করা হচ্ছে। ওয়ানপ্লাস এক্স এবং কিছু বর্তমান আইফোন মডেলের মতো ওয়ানপ্লাস নর্ড সিই ৩-তেও কার্ভড সাইডের পরিবর্তে ফ্ল্যাট সাইড দেখা যাবে।

অন্যদিকে, রিয়ার প্যানেলে কোনো মডিউল ছাড়াই দুটি প্রথাগত ক্যামেরা রিং অবস্থান করবে, যার মধ্যে ওপরের রিংটিতে একটি একক সেন্সর এবং নীচেরটিতে দুটি লেন্স দেখা যাবে। আর পাশে একটি এলইডি ফ্ল্যাশও দেখতে পাওয়া যাবে। এছাড়া, ওপরের দিকে একটি মাইক্রোফোন এবং নীচের প্রান্তে একটি স্পিকার গ্রিল, ইউএসবি-সি পোর্ট এবং একটি হেডফোন জ্যাকের দেখা মিলবে।

উল্লেখ্য, ফাঁস হওয়া স্পেসিফিকেশন অনুসারে, OnePlus Nord CE 3 ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে সহ আসতে পারে। এর ট্রিপল ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে যুক্ত দুটি ২ মেগাপিক্সেলের লেন্স থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Nord CE 3-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হবে। OnePlus Nord CE 3 মডেলটি Nord CE 2-এর উত্তরসূরি হিসেবে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story