এখন 15,000 টাকা বা তারও কমে পাবেন OnePlus-এর এই 5G ফোন, ক্যামেরা থেকে ব্যাটারি সেরা সবই

একের পর এক শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এনে চীনা টেক ব্র্যান্ড OnePlus, বাজারে নিজের একটা আলাদা পরিচয় তৈরি...
Anwesha Nandi 11 May 2024 12:03 PM IST

একের পর এক শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এনে চীনা টেক ব্র্যান্ড OnePlus, বাজারে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষ ব্র্যান্ডের প্রিমিয়াম ডিভাইসগুলি বেশি দামের কারণে কিনে উঠতে পারেননা, তাদের চাহিদা মাথায় রেখে চীনা কোম্পানিটি 'Nord' লাইনআপও চালু করেছে যাতে সাশ্রয়ী মূল্যে চমৎকার বিল্ড-কোয়ালিটি এবং ফিচারওয়ালা ফোন কেনা যায়। সেক্ষেত্রে আপনি যদি এখন কম দামে OnePlus-এর একটি ভালো ফোন কিনতে চান, তাহলে এই Nord সিরিজের অন্যতম বেস্ট সেলার ফোন OnePlus Nord CE 3 Lite 5G বেছে নিতে পারেন।

এই হ্যান্ডসেটটি এখন অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-য় বাম্পার ছাড়ে ১৫ হাজার টাকা বা তারও কমে মিলছে। আর এতে আছে 108MP রিয়ার ক্যামেরা, 5,000mAh-এর বিশাল ব্যাটারি, 67W ফাস্ট চার্জিং, AMOLED ডিসপ্লে ইত্যাদি ফিচার।

ফের ছাড়ে মিলছে OnePlus Nord CE 3 Lite 5G, কত টাকায় কিনবেন?

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনটি দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ – এর মধ্যে ৮ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ১৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, যেখানে ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ছিল ২১,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের অফারে এখন এই দুটি মডেলই ২,৫০০ টাকা ছাড় পাচ্ছে, যার ফলে এগুলি যথাক্রমে ১৭,৪৯৯ টাকা ও ১৯,৪৯৯ টাকা দিয়ে কেনা যাবে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে পাবেন অতিরিক্ত ১,২৫০ টাকার ছাড়।

আবার, যদি আপনি পুরোনো কোনো স্মার্টফোনের বদলে এই ওয়ানপ্লাস ফোনটি অর্ডার করেন, তাহলেও মোটা টাকা বাঁচাতে পারেন। কেননা এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১৬,৬০০ টাকা পর্যন্ত এবং ২৫৬ জিবি মডেলে ১৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলবে (শর্তাবলী প্রযোজ্য)। এছাড়া থাকবে ইএমআইয়ে কেনাকাটার সুবিধাও।

OnePlus Nord CE 3 Lite ফোনের স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫জি প্রসেসর, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা বর্তমান। এদিকে, পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মেলে ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য পাবেন ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ।

Show Full Article
Next Story