ধামাকা অফার, OnePlus Nord CE 3 Lite 5G এর সাথে বিনামূল্যে 3 হাজার টাকার Nord Buds CE

গত ৪ই এপ্রিল ভারতের বাজারে লঞ্চ হয়েছে OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন। আলোচ্য হ্যান্ডসেটের সাথে একই লঞ্চ ইভেন্টে...
techgup 8 April 2023 12:04 AM IST

গত ৪ই এপ্রিল ভারতের বাজারে লঞ্চ হয়েছে OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন। আলোচ্য হ্যান্ডসেটের সাথে একই লঞ্চ ইভেন্টে OnePlus Nord Buds 2 এর উপর থেকেও পর্দা সরানো হয়েছে। সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, উল্লেখিত দুটি ডিভাইসকে আগামী ১১ই এপ্রিল থেকে সংস্থার আধিকারিক ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজনের (Amazon.in) মাধ্যমে কেনা যাবে। এক্ষেত্রে সেল অফারে স্মার্টফোনটির সাথে একাধিক লোভনীয় অফার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে OnePlus। জানা গেছে আলোচ্য 5G-এনাবল স্মার্টফোনের সাথে বিনামূল্যে একটি OnePlus Nord TWS ইয়ারফোন পেয়ে যাবেন ক্রেতারা। এছাড়া ব্যাঙ্ক কার্ড অফার সহ আরো অনেক অফার পাওয়া যাবে। চলুন OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের সাথে পাওয়া অফারগুলি দেখে নেওয়া যাক।

OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের দাম ও প্রথম সেলের অফার

ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার‌ মধ্যে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত উচ্চতর ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য থাকছে ২১,৯৯৯ টাকা। এটিকে - ক্রোম্যাটিক গ্রে এবং পেস্টেল লাইম কালার অপশনে পাওয়া যাবে। লভ্যতার কথা বললে, আলোচ্য হ্যান্ডসেটকে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon.in), ওয়ানপ্লাসের অফিসিয়াল সাইট (Amazon.in), ওয়ানপ্লাস ই-স্টোর, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর এবং অনুমোদিত রিটেল স্টোর থেকে ক্রয় করা যাবে।

ওয়ানপ্লাসের ঘোষণা অনুসারে, নবাগত নর্ড সিই ৩ লাইট ৫জি স্মার্টফোনের সাথে ২,৯৯৯ টাকা মূল্যের OnePlus Nord Buds CE অডিও ডিভাইসটিকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ক্রেতাদের। একই সাথে উক্ত হ্যান্ডসেটের সাথে ক্রেতারা চাইলে OnePlus Nord Watch -টিকেও বেছে নিতে পারেন। তবে স্মার্টওয়াচটি বিনামূল্যে দেওয়া হবে না, বরং ধার্য মূল্যের থেকে ১,০০০ টাকা ছাড়ে মিলবে। এই অফারের ফায়দা তোলার জন্য আপনাদের, আগামী ১২ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিলের মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in) অথবা ওয়ানপ্লাস স্টোর অ্যাপের মাধ্যমে ফোনটি কিনতে হবে৷ আর যদি কোনো ভাবে আপনারা এই টাইমলাইন মিস করে যান, তবে ১৬ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে কেনাকাটার করলে ৫০০ টাকা ছাড় পেয়ে যাবেন।

প্রসঙ্গত লঞ্চের সময়ে ওয়ানপ্লাস জানিয়েছিল যে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর ১,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফারটি ১১ই এপ্রিল থেকে ২১শে এপ্রিলের মধ্যে উপলব্ধ থাকবে৷

অন্যান্য অফারের কথা বললে, ৩০শে এপ্রিলের মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in) এবং ওয়ানপ্লাস স্টোর অ্যাপের মাধ্যমে ক্রেতারা যদি ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি কেনেন তবে মাত্র ৯৯ টাকা প্রদান করে অতিরিক্ত ১-বছরের ওয়ারেন্টি প্ল্যানও কিনতে পারবেন। আবার ৬০০ টাকা পর্যন্ত রেডকয়েন (RedCoins) ডিসকাউন্টও উপলব্ধ থাকছে। এদিকে, ১১ই এপ্রিল থেকে ১৭ই এপ্রিলের মধ্যে নবাগত হ্যান্ডসেটটি উল্লেখিত সাইটের মাধ্যমে কিনলে ১,৪৯৯ টাকার একটি রেড কেবল কেয়ার প্ল্যান অফার করা হবে বলে নিশ্চিত করেছে ওয়ানপ্লাস। এই প্ল্যানের অধীনে ক্রেতারা ১২০ জিবি ক্লাউড স্টোরেজ, ১২-মাসের বর্ধিত ওয়ারেন্টি, একটি ডেডিকেটেড গ্রাহক হেল্পলাইন সহ আরও অনেক সুবিধা পাবেন।

এছাড়া টেলিকম নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) ঘোষণা করেছে যে, তাদের যেসব গ্রাহক OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন কিনবেন এবং ৩৯৯ টাকা বা তার উপরের প্ল্যান রিচার্জ করবেন, তারা অতিরিক্ত ১০০ জিবি ডেটা পাবেন। অন্যান্য সুবিধার মধ্যে সামিল রয়েছে - ৭০০ টাকা মূল্যের ৩-মাসের ইজিডিনার (EazyDiner) সাবস্ক্রিপশন, ইক্সিগো (Ixigo) থেকে ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ৭৫০ টাকার ছাড় এবং ৪৯ টাকার বিনিময়ে ৩ মাসের ইটি (ET) প্রাইম সাবস্ক্রিপশন।

OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

OnePlus Nord CE 3 Lite 5G ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৭১-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৮০ নিটস পিক ব্রাইটনেস, ৯১.৪০% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ কাস্টম স্কিনে রান করে।

ছবি ও ভিডিও তোলার জন্য ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৩এক্স লসলেস জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। OnePlus Nord CE 3 Lite 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি‌ দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

Show Full Article
Next Story