পকেটসই দামে 108MP ক্যামেরার স্মার্টফোন আনছে OnePlus, লঞ্চ হতে পারে 4 এপ্রিল
ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে তাদের কয়েকটি নতুন Nord সিরিজের স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এগুলির...ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে তাদের কয়েকটি নতুন Nord সিরিজের স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এগুলির মধ্যে রয়েছে OnePlus Nord CE 3 Lite, Nord CE 3 এবং Nord 3। আর এখন এক নির্ভরযোগ্য সূত্র মারফৎ OnePlus Nord CE 3 Lite-এর লঞ্চের তারিখটি ফাঁস করেছেন। আসুন তাহলে ওয়ানপ্লাসের Nord CE-ব্র্যান্ডের পরবর্তী সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 3 Lite লঞ্চ হতে পারে আগামী মাসেই
টিপস্টার ম্যাক্স জাম্বোর দাবি করেছেন যে, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট আগামী ৪ এপ্রিল বাজারে আত্মপ্রকাশ করবে। জানিয়ে রাখি, ওয়ানপ্লাস নর্ড ৩, যা জুলাই মাসে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, সেটি সম্প্রতি চীনে আত্মপ্রকাশ করা ওয়ানপ্লাস এস ২ভি-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসতে পারে। গতবছর নভেম্বর মাসে, টিপস্টার অনলিক্স ওয়ানপ্লাস নর্ড সিই ৩-এর স্পেসিফিকেশন শেয়ার করেন। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে বলে উল্লেখ করেন তিনি।
তবে, একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে যে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেটটি ব্যবহার করা হবে। তাই, মনে করা হচ্ছে স্ন্যাপড্রাগন ৬৯৫-চালিত ডিভাইসটি আসলে নর্ড সিই ৩ লাইট হিসেবে বাজারে আসবে। যদিও লাইট ভ্যারিয়েন্টটি আগামী ৪ এপ্রিল লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, নর্ড সিই ৩ এবং নর্ড ৩ চলতি এবছরের তৃতীয় ত্রৈমাসিকে আসতে পারে।
OnePlus Nord CE 3 Lite 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
OnePlus Nord CE 3 Lite 5G-এ একটি পাঞ্চ-হোল ডিজাইন সহ ৬.৭ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে। এটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে। Nord CE 3 Lite দুটি ভ্যারিয়েন্টে বাজারে আত্মপ্রকাশ করতে পারে, এগুলি হল ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য, OnePlus Nord CE 3 Lite 5G-এর ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Nord CE 3 Lite 5G ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে। এছাড়াও, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে।