২০ হাজার টাকার কমে কিনুন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা OnePlus Nord CE 3 Lite 5G

OnePlus প্রোডাক্ট প্রেমীদের জন্য দারুণ খবর।ওয়ানপ্লাসের একটি সস্তা 5G ফোন বর্তমানে আরও কম দামে পাওয়া যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, OnePlus Nord CE 3 Lite 5G এখন…

OnePlus প্রোডাক্ট প্রেমীদের জন্য দারুণ খবর।ওয়ানপ্লাসের একটি সস্তা 5G ফোন বর্তমানে আরও কম দামে পাওয়া যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, OnePlus Nord CE 3 Lite 5G এখন কিনতে পারবেন ২০ হাজার টাকারও কম দামে। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। অর্থাৎ ফোনে ফটো, ভিডিও সেভ করার জন্য আলাদা কার্ড কেনার ঝামেলা নেই। শুধু তাই নয়, OnePlus Nord CE 3 ফোনে রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও।

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার OnePlus Nord CE 3 Lite 5G কিনুন ২০ হাজার টাকার কম দামে

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি-র টপ-এন্ড ভ্যারিয়েন্টটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে ২১,৯৯৯ টাকায়। কিন্তু আপনি SBI, ICICI সহ বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। আবার ইউপিআই লেনদেনের ক্ষেত্রে মিলবে ১,০০০ টাকা ডিসকাউন্ট।

শুধু তাই নয়, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ২০,০৫০ টাকা পর্যন্ত পাওয়া যাবে, অর্থাৎ যদি আপনার কাছে এক্সচেঞ্জ করার জন্য একটি পুরানো ফোন থাকে, তবে আপনি এই ১০৮ মেগাপিক্সেল ৫জি ওয়ানপ্লাস ফোনটি মাত্র ১৯৪৯ টাকায় (₹ ২১,৯৯৯ – ₹ ২০,০৫০) কিনতে পারবেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ মূল্য নির্ভর করে মডেল এবং ব্র্যান্ডের উপর।

OnePlus Nord CE 3 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus Nord CE 3 Lite 5G ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৫৫০ নিটস ব্রাইটনেসের সাথে এসেছে। আর ফটোগ্রাফির জন্য এই ফোনে তিনটি রিয়ার ক্যামেরা বর্তমান, যার মধ্যে ইআইএস সাপোর্টসহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাওয়া যায়। আবার সেলফি তোলার জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫জি প্রসেসর সহ আসা ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম স্কিনে চলে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন