সস্তা OnePlus Nord CE 3 Lite 5G ফোনে থাকবে এই স্ন্যাপড্রাগন প্রসেসর সহ 108MP ক্যামেরা, দেখা গেল Geekbench-এ

আগামী ৪ এপ্রিল লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 3 Lite। সম্প্রতি এই ফোনটিকে আইএমডিএ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার...
Julai Modal 21 March 2023 5:45 PM IST

আগামী ৪ এপ্রিল লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 3 Lite। সম্প্রতি এই ফোনটিকে আইএমডিএ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার ওয়ানপ্লাসের এই বাজেট রেঞ্জের ফোনটি বেঞ্চমার্ক সাইট, Geekbench -এ উপস্থিত হয়েছে। এখান থেকে OnePlus Nord CE 3 Lite এর প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। এছাড়া জনপ্রিয় এক টিপস্টার এর কালার ভ্যারিয়েন্ট ফাঁস করেছেন।

OnePlus Nord CE 3 Lite কে দেখা গেল Geekbench -এ

গিকবেঞ্চে CPH2465 মডেল নম্বরের সাথে তালিকাভুক্ত হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট। এখান থেকে জানা গেছে যে, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম সহ আসবে। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১৩।

এদিকে টিপস্টার ম্যাক্স জাম্বোর দাবি করেছেন যে, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট দুটি কালারে পাওয়া যাবে - ব্ল্যাক ও লাইম। তিনি আরও বলেছেন, লাইম কালার Samsung Galaxy A সিরিজের ফোনের মতো হবে।

এর আগে জানা গিয়েছিল যে, OnePlus Nord CE 3 Lite ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর সিকিউরিটির জন্য দেওয়া হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে।

Show Full Article
Next Story