OnePlus Nord CE 3 Lite রেডমিদের বাজার কাড়তে সস্তায় 108MP ক্যামেরা সহ লঞ্চ হল, দাম দেখে নিন
OnePlus Nord CE 3 Lite স্মার্টফোন আজ ভারতে লঞ্চ হল। এর সাথে Nord Buds 2 TWS ইয়ারফোনের উপর থেকেও পর্দা সরানো হয়েছে।...OnePlus Nord CE 3 Lite স্মার্টফোন আজ ভারতে লঞ্চ হল। এর সাথে Nord Buds 2 TWS ইয়ারফোনের উপর থেকেও পর্দা সরানো হয়েছে। নয়া এই ফোনটি OnePlus Nord CE 2 Lite এর উত্তরসূরী হিসেবে এসেছে। এতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আর OnePlus Nord CE 3 Lite ডিভাইসে দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 3 Lite-এর দাম ও সেলের তারিখ
OnePlus Nord CE 3 Lite ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২১,৯৯৯ টাকা। এটি দুটি কালারে পাওয়া যাবে - ক্রোমাটিক গ্রে ও প্যাস্টেল লাইম।
আগামী ১১ এপ্রিল থেকে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট এর সেল শুরু হবে। Amazon, Oneplus Store থেকে ফোনটি কেনা যাবে। সেল অফার হিসেবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১,০০০ টাকা ছাড় পাবেন।
OnePlus Nord CE 3 Lite-এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনে আছে ৬.৭১ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৮০ নিটস পিক ব্রাইটনেস, ৯১.৪০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করবে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ডিভাইসে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ডিভাইসটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
অপারেটিং সিস্টেম হিসেবে OnePlus Nord CE 3 Lite ফোনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ কাস্টম স্কিন রয়েছে। ডিভাইসটি তিন বছর সিকিউরিটি আপডেট পাবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৩এক্স লসলেস জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE 3 Lite ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।