মাত্র 18499 টাকায় OnePlus Nord CE 3 Lite, এই সুযোগ হাতছাড়া করবেন না

OnePlus ব্র্যান্ডের একটি জনপ্রিয় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন এখন বিক্রি হচ্ছে সস্তায়! আমরা কথা বলছি OnePlus Nord CE 3...
techgup 13 Dec 2023 12:56 PM IST

OnePlus ব্র্যান্ডের একটি জনপ্রিয় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন এখন বিক্রি হচ্ছে সস্তায়! আমরা কথা বলছি OnePlus Nord CE 3 Lite -এর প্রসঙ্গে। আলোচ্য হ্যান্ডসেটটি বর্তমানে সংস্থার ভারতীয় শাখার আধিকারিক ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এ তুলনায় সাশ্রয়ী মূল্যে তালিকাভুক্ত। যদিও মিড-রেঞ্জের এই ফোনের সাথে কোনও ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না। তবে প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ ব্যাঙ্ক কার্ড অফারের দৌলতে কয়েক হাজার টাকা সাশ্রয় করে আপনারা এই ফোন কিনে নিতে পারবেন। শুধু তাই নয়, কয়েকটি বাছাই করা ওটিটি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও মিলবে নিখরচায়। অতএব এই ডিল কিন্তু যথেষ্টই লোভনীয়! ফলে আপনারা যারা এই অফারের লাভ ওঠাতে চান তারা আমাদের প্রতিবেদন থেকে বিশদ জেনে নিতে পারেন…

OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনের অফার বিশদ

লঞ্চকালীন সময়ে ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট স্মার্টফোনের‌ ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছিল। তবে সম্প্রতি এই হ্যান্ডসেট ই-কমার্স সাইট অ্যামাজন এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখযোগ্য ব্যাঙ্ক কার্ড অফারের সাথে তালিকাভুক্ত হয়েছে। যার দরুন ফোনটির উল্লেখিত স্টোরেজ ভ্যারিয়েন্টকে আপনারা ধার্য মূল্যের উপর ফ্লাট ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে কিনে নিতে পারবেন। তবে এই ডিসকাউন্ট পাওয়ার জন্য ক্রেতাদের ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। আর ডিসকাউন্টের পর এর দাম কমে ১৮,৪৯৯ টাকা হয়ে যাবে।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট উল্লেখিত ব্যাঙ্ক কার্ড অফারের পাশাপাশি অন্যান্য সুবিধাও দেওয়া হচ্ছে। যেমন ক্রেতারা - ইউটিউব প্রিমিয়াম, স্পটিফাই ইত্যাদির সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও আরো বেশ কয়েকটি বেনিফিট উপভোগ করা যাবে। যার বিশদ বিবরণ আপনারা সরাসরি সাইটে গিয়ে দেখে নিতে পারেন।

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট – ক্রোম্যাটিক গ্রে এবং পেস্টেল লাইম কালার অপশনে পাওয়া যাচ্ছে।

OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট স্মার্টফোনে আছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন সহ ৬.৭১-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৮০ নিট পিক ব্রাইটনেস এবং ৯১.৪০% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এতে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি রম মিলবে। সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Nord CE 3 Lite ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল – ৩এক্স লসলেস জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তদুপরি, কানেক্টিভিটির জন্য ওয়ানপ্লাস ব্রান্ডিংয়ের এই হ্যান্ডসেটে – ৫জি, ৪জি, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট অন্তর্ভুক্ত। এছাড়া এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি‌ থাকছে।

Show Full Article
Next Story