৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরার OnePlus Nord CE 3 5G ফোনে ১০ হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট

OnePlus Nord CE 3 5G এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এর উপর ৩৭ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

Ankita Mondal 17 Nov 2024 11:17 AM IST

আপনি যদি ওয়ানপ্লাস ফোনের ফ্যান হোন এবং কোম্পানির নতুন কোনো স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে এটাই সঠিক সময়। কারণ এখন ওয়ানপ্লাসের একটি ডিভাইস সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। আর আমরা যে ফোনের কথা বলছি তার নাম OnePlus Nord CE 3 5G। এটি এখন আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টে কেনা যাবে। অনলাইন শপিং সাইট অ্যামাজন এর উপর লোভনীয় অফার দিচ্ছে। আপনি স্মার্টফোনটি পুরো ১০,০০০ টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন।

OnePlus Nord CE 3 5G দাম ও অফার

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এর উপর ৩৭ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এটি আপনি এখন ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ পুরো ১০,০০০ টাকা ডিসকাউন্ট। এটি অ্যাকুয়া সার্জ, গ্রে সীমার কালারে পাওয়া যাচ্ছে।

এছাড়া ডিভাইসটি ব্যাঙ্ক অফার সহ বিক্রি হচ্ছে। আপনি এসবিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন। সাথে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ছাড় পাবেন। তবে এর সাথে কোনো এক্সচেঞ্জ অফার নেই। ফোনটির ইএমআই শুরু হচ্ছে ৮২৪ টাকা থেকে।

OnePlus Nord CE 3 5G স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি এর ডিসপ্লে সাইজ ৬.৭ ইঞ্চি এবং এটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করে। সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৪৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেট দ্বারা চালিত। এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস কাস্টম অপারেটিং সিস্টেম উপস্থিত, যা অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পাবে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়। এতে র‌্যাম ভিটা প্রযুক্তি আছে।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও একটি ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story