ফ্রি ব্লুটুথ ইয়ারবাড, সনি ক্যামেরা ও দুর্দান্ত পারফরম্যান্সের OnePlus ফোন এখন দারুণ সস্তায়

OnePlus Nord CE4 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং 1100 নিটস পিক ব্রাইটনেস সহ 6.7-ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট এবং অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।

Suman Patra 24 Dec 2024 9:56 AM IST

ওয়ানপ্লাসের মিডরেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE 4 5G এখন বিশেষ ডিল ও ডিসকাউন্ট অফারে কেনা যাচ্ছে। আর অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে এই ডিভাইসটি কিনলে 1599 টাকার ওয়ানপ্লাস নর্ড বাডস 2R বিনামূল্যে পাওয়া যাবে। আবার সীমিত সময়ের জন্য এর সাথে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। তাই ওয়ানপ্লাস ডিভাইসটি যেমন এখন সস্তায় অর্ডার করতে পারবেন, আবার বিনামূল্যে ইয়ারবাডও পেয়ে যাবেন।

তবে শুধু সস্তা দেখলে হবে না, ফোনের ফিচারও বিচার্য বিষয়। আর এক্ষেত্রে হতাশ করবে না OnePlus Nord CE 4 5G। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এই ডিভাইসে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ব্যাটারি রয়েছে। এছাড়া ফটোগ্রাফির জন্য এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ 50 মেগাপিক্সেল সনি ক্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 4 5G তে

ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোনের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। তবে বাম্পার ডিলে এটি অ্যামাজনে 22,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ওয়ানকার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1000 টাকা ফ্ল্যাট ছাড় রয়েছে, এর পরে ফোনের দাম 21,999 টাকা হবে। এটি নো-কস্ট ইএমআইতেও কেনা যাবে।

ক্রেতারা চাইলে পুরনো ফোন এক্সচেঞ্জ করে ওয়ানপ্লাস নর্ড সিই 4 5G কিনতে পারবেন। সর্বোচ্চ 18,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হবে। এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরনো ফোনের মডেল এবং এর অবস্থার উপর।

OnePlus Nord CE4 5G এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই 4 5G ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং 1100 নিটস পিক ব্রাইটনেস সহ 6.7-ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট এবং অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল সনি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। এই ডিভাইসে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Show Full Article
Next Story