ঝড় তুলল OnePlus, প্রথম দিনেই বেস্ট সেলিং স্মার্টফোনের খেতাব জিতল Nord CE 4 5G

ওয়ানপ্লাস এপ্রিলে ভারতে OnePlus Nord CE 4 5G লঞ্চ করেছে। সাব-25,000 টাকা সেগমেন্টে থাকা এই স্মার্টফোনটি একাধিক...
Ananya Sarkar 11 April 2024 12:42 PM IST

ওয়ানপ্লাস এপ্রিলে ভারতে OnePlus Nord CE 4 5G লঞ্চ করেছে। সাব-25,000 টাকা সেগমেন্টে থাকা এই স্মার্টফোনটি একাধিক আকর্ষণীয় ফিচার অফার করে। এতে রয়েছে অ্যাকোয়া টাচ (Aqua Touch) প্রযুক্তি সহ অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর, ডুয়েল স্টেরিও স্পিকার, ও 100W ফাস্ট চার্জিং। সাশ্রয়ী মূল্যে এত কিছু অফার করায় স্বাভাবিকভাবেই ফোনটি ক্রেতাদের আকৃষ্ট করেছে, যার প্রভাব বিক্রির ওপরও পড়েছে। ওয়ানপ্লাস এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, Nord CE 4 5G অ্যামাজনে (Amazon India) ফার্স্ট সেলে 20,000-25,000 টাকার সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের খেতাব অর্জন করে নিয়েছে। চলুন দেখে নিই, ফোনটি কী কী কারণে বাজারে হিট হল।

OnePlus Nord CE 4 5G-এর মূল্য এবং লঞ্চ অফার

ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। দাম যথাক্রমে 24,999 টাকা এবং 26,999 টাকা। ওয়ানপ্লাস কিছু নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডের সাথে 1,500 টাকা পর্যন্ত ছাড়, নো কস্ট এএমআই-এর সুবিধা এবং এপ্রিলের শেষ পর্যন্ত অন্যান্য ফাইন্যান্সিং অপশন অফার করছে। যাদের ইতিমধ্যেই ওয়ানপ্লাস ফোন রয়েছে, তারা 2,500 টাকা পর্যন্ত বোনাসের সাথে এটি ট্রেড ইন করার সুযোগ পাবেন। এছাড়া 2,250 টাকার জিও (Jio) বেনিফিটও রয়েছে।

OnePlus Nord CE 4 5G-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি-তে রয়েছে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেটে চলে, যা ৮ জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, নর্ড সিই 4 5জি-তে বড় 5,500 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম স্কিনে রান করে।

OnePlus Nord CE 4 5G-এর ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। এছাড়াও, এই হ্যান্ডসেটে ডুয়েল স্টেরিও স্পিকার, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং অ্যাকোয়াটাচ প্রযুক্তি রয়েছে, যা আঙুল ভিজে থাকলেও কাজ করতে সক্ষম করে। OnePlus Nord CE 4 5G ধুলো ও জল প্রতিরোধের জন্য IP54-রেটিং সহ এসেছে।

Show Full Article
Next Story