ফ্রি নেকব্যান্ড সহ 4000 টাকা ডিসকাউন্ট, OnePlus এর জনপ্রিয় 5G‌ ফোন ক্রিসমাসের আগে বিরাট সস্তায়

20 হাজার টাকার কমে উপলব্ধ OnePlus Nord CE 4 Lite 5G স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 2100 নিটস পিক ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5 জি প্রসেসর দ্বারা চালিত।

Julai Mondal 9 Dec 2024 10:49 PM IST

আপনি যদি ক্রিসমাসের আগে নতুন ফোন কিনতে চান তাহলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনের ডিল মিস করবেন না। এই ডিলে 20,000 টাকার কমে কিনে নেওয়া যাবে জনপ্রিয় স্মার্টফোন OnePlus Nord CE 4 Lite 5G। এই ডিভাইসের সাথে 4,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে বিনামূল্যে পাওয়া যাবে একটি নেকব্যান্ড ইয়ারবাডও।

ফিচারের কথা বললে, Nord CE 4 Lite 5G ফোনে রয়েছে 5500mAh ব্যাটারি যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট আছে। আর ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ডিভাইসে 50MP Sony ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। আবার এর ডিজাইনও নজরকাড়া।

ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট 5G এই অফারের সাথে কেনা যাচ্ছে

ওয়ানপ্লাস স্মার্টফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে বাম্পার ডিসকাউন্ট সহ 17,999 টাকায় তালিকাভুক্ত আছে। এই মূল্য ডিভাইসটির 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার সীমিত সময়ের এই ডিলে ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করে অতিরিক্ত 1000 টাকা ছাড় পেতে পারেন। এর জন্য ওয়ানকার্ড ক্রেডিট কার্ড, আরবিএল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকতে হবে।

তবে অফার এখানেই শেষ নয়। পুরনো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ 16,950 টাকা ডিসকাউন্টেও ফোনটি কেনা যাবে। তবে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ ডিসকাউন্ট দুটোর সুবিধা একসঙ্গে পাওয়া যায় না। ডিভাইসটি মেগা ব্লু, সুপার সিলভার এবং আল্ট্রা অরেঞ্জ, এই তিনটি রঙে পাওয়া যাবে।

ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট 5G এর স্পেসিফিকেশন

20 হাজার টাকার কমে উপলব্ধ এই ওয়ানপ্লাস স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 2100 নিটস পিক ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5 জি প্রসেসর দ্বারা চালিত। আবার সাউন্ডের জন্য এতে ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে। হ্যান্ডসেটটি অক্সিজেনওএস 14 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। ক্যামেরার কথা বললে, এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এখানে 50 মেগাপিক্সেল সনি প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। আর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story