২০ হাজার টাকার কমে OnePlus Nord CE 4 Lite 5G আজ কেনার সুযোগ, প্রথম সেলে বাম্পার অফার
ওয়ানপ্লাসের দুর্দান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE 4 Lite 5G গত ২৪ জুন ভারতে লঞ্চ হয়। আর আজ এই ফোনটা প্রথমবার...ওয়ানপ্লাসের দুর্দান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE 4 Lite 5G গত ২৪ জুন ভারতে লঞ্চ হয়। আর আজ এই ফোনটা প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। আজকের সেলে OnePlus Nord CE 4 Lite ফোনটি ২০,০০০ টাকার কম দামে কেনা যাবে।
দুপুর ১২টা থেকে ওয়ানপ্লাস এর ওয়েবসাইট ও অ্যামাজন থেকে সেল শুরু হবে। এই সেলে ICICI এবং One Card ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। যার পরে মাত্র ১৮,৯৯৯ টাকায় ফোনটি কেনা যাবে।
OnePlus Nord CE 4 Lite 5G এর দাম
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২২,৯৯৯ টাকা। মেগা ব্লু, সুপার সিলভার এবং আল্ট্রা অরেঞ্জ- এই তিনটি রঙে ফোনটিকে বাজারে আনা হয়েছে।
OnePlus Nord CE 4 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল-HD+ AMOLED স্ক্রিন আছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক অক্সিজেনওএস ১৪ কাস্টম স্কিনে চলে।
OnePlus Nord CE 4 Lite 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১/১.৯৫-ইঞ্চি ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাথমিক সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। সামনের ক্যামেরাটিতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) সাপোর্ট সহ ১৬ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে।
OnePlus Nord CE 4 Lite 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট সুপারভুক এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ধুলো এবং জল থেকে রক্ষা করার জন্য হ্যান্ডসেটটি আইপি৫৪ রেটিং পেয়েছে।