আজ ভারত সহ বিশ্ববাজারে লঞ্চ হল OnePlus Nord CE 4 Lite 5G। এর দাম এদেশে মাত্র ১৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এটি এপ্রিল মাসে আগত OnePlus Nord CE 4 মডেলের টোনড ডাউন সংস্করণ হিসাবে এসেছে। এই হ্যান্ডসেট পূর্বসূরির তুলনায় একাধিক উল্লেখযোগ্য আপগ্রেড সহ লঞ্চ হয়েছে। যেমন ফিচার হিসাবে এতে – FHD+ AMOLED ডিসপ্ল, কোয়ালকমের চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, এবং ৫,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ডিভাইসটিতে ৮ জিবি ভার্চুয়াল র্যাম ফিচারও সাপোর্ট করে। OnePlus Nord CE 4 Lite 5G স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে OnePlus Nord CE 4 Lite 5G ফোনের দাম ও লভ্যতা
এদেশের বাজারে OnePlus Nord CE 4 Lite 5G স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর টপ-এন্ড ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে ২২,৯৯৯ টাকা। এটি – মেগা ব্লু, সুপার সিলভার এবং আল্ট্রা অরেঞ্জ কালার অপশনে এসেছে।
আগ্রহীরা আগামী ২৭শে জুন দুপুর ১২টা থেকে এই হ্যান্ডসেট সংস্থার ওয়েবসাইট সহ ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon ও পার্টনার রিটেইল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন। আবার লঞ্চ অফারের অংশ হিসাবে, ICICI ব্যাঙ্কের কার্ড এবং OneCard হোল্ডাররা ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
OnePlus Nord CE 4 Lite 5G স্পেসিফিকেশন
নয়া OnePlus Nord CE 4 Lite 5G ফোনের ডিজাইন হুবহু OnePlus Nord CE 4 -এর মতো। তবে এতে অ্যালার্ট স্লাইডার অনুপস্থিত। হ্যান্ডসেটটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন এবং পিল-আকৃতির ওয়াইড ক্যামেরা মডিউলের সাথে এসেছে।
এবার আসা যাক ফিচারের প্রসঙ্গে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্লাট AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১০০নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আবার ভেজা হাতে যাতে স্ক্রিন অ্যাক্সেস করা যায় তার জন্য এটি অ্যাকোয়াটাচ প্রযুক্তির সাথে এসেছে। ভালো পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ৮ জিবি র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত। এই ফোনে ৮ জিবি ভার্চুয়াল র্যাম ফিচারও সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অক্সিজেনওএস ১৪ প্রি-লোডেড থাকছে।
OnePlus Nord CE4 Lite 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – OIS ও ২এক্স ইন-সেন্সর জুম সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি শুটার + ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার বিদ্যমান। আবার এই ফোনে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এতে রিভার্স চার্জিং এবং এবং ব্যাটারি হেলথ ইঞ্জিন ফিচারের সুবিধা পাওয়া যাবে।