OnePlus Nord CE 4 Lite লঞ্চ হবে শীঘ্রই, বিশাল ব্যাটারির সঙ্গে থাকবে দুর্দান্ত ক্যামেরা
OnePlus Nord CE 3 Lite ফোনটি গত বছর এপ্রিল মাসে বাজারে পা রাখে। এটির লঞ্চের পর একবছরের বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু...OnePlus Nord CE 3 Lite ফোনটি গত বছর এপ্রিল মাসে বাজারে পা রাখে। এটির লঞ্চের পর একবছরের বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু Nord CE Lite সিরিজের পরবর্তী প্রজন্মের ফোনটি এখনও আত্মপ্রকাশ করেনি। তবে বর্তমানে শোনা যাচ্ছে যে ওয়ানপ্লাস এর উত্তরসূরি মডেলটির ওপর কাজ করছে, যা OnePlus Nord CE 4 Lite নামে শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে। যদিও ব্র্যান্ডটি এখনও আনুষ্ঠানিকভাবে এই নতুন ডিভাইসটির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে OnePlus Nord CE 4 Lite এখন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা এদেশে হ্যান্ডসেটটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। আসুন এই ফোনটির সর্ম্পকে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 4 Lite পেল BIS-এর অনুমোদন
টিপস্টার সঞ্জু চৌধুরী জানিয়েছেন যে, CPH2619 মডেল নম্বর সহ একটি নতুন ওয়ানপ্লাস স্মার্টফোনকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ডেটাবেসে দেখা গেছে, যা সম্ভবত ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট হিসাবে বাজারে লঞ্চ হবে। যদিও সার্টিফিকেশনটি কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে নর্ড সিই ৪ লাইট হবে ওপ্পো এ৩ ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ, যা একটি চায়না-এক্সক্লুসিভ স্মার্টফোন।
সঞ্জুর চৌধুরীর মতে, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট মডেলটি তার পূর্বসূরির তুলনায় বেশকিছু আপগ্রেড অফার করবে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হবে এর ডিসপ্লেটি। এই ফোনে এলইডি প্যানেলের পরিবর্তে একটি অ্যামোলেড (AMOLED) প্যানেল ব্যবহার করা হবে। স্ক্রিনটির আকার হবে ৬.৬৭ ইঞ্চি এবং এটি ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও এম্বেড করা থাকবে।
এছাড়াও, OnePlus Nord CE 4 Lite ফোনটি বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি এবং Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসরের সাথে আসবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। OnePlus Nord CE 4 Lite যদি সত্যিই Oppo A3-এর রিব্র্যান্ডেড সংস্করণ হয়, তাহলে এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৮ জিবি/ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে।