জনপ্রিয় এই দুই OnePlus ফোনে এল নতুন আপডেট, একাধিক সমস্যার সমাধান সহ এল নতুন ফিচার
OnePlus Nord N20 SE এবং OnePlus 11R স্মার্টফোন দুটির জন্য নতুন আপডেট নিয়ে এলো OnePlus। সদ্য রোলআউট করা এই আপডেটের অধীনে...OnePlus Nord N20 SE এবং OnePlus 11R স্মার্টফোন দুটির জন্য নতুন আপডেট নিয়ে এলো OnePlus। সদ্য রোলআউট করা এই আপডেটের অধীনে নতুন ফিচার অফার করার পাশাপাশি জুলাই মাসের সিকিউরিটি প্যাচও পাওয়া যাবে। এছাড়া স্ক্রিন ফ্লিকারিং ইস্যু, গুগল ক্যালেন্ডার (Google Calendar) অ্যাপের স্প্লিট ভিউ ইস্যু, ফটোস অ্যাপের বাগ ফিক্স, ফিঙ্গারপ্রিন্ট আনলক সংক্রান্ত সমস্যার সমাধানও করা হয়েছে এই আপডেটে।
OnePlus Nord N20 SE এবং OnePlus 11R স্মার্টফোনের জন্য রিলিজ করা হল নতুন ওএস আপডেট
গত বছর গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল OnePlus Nord N20 SE স্মার্টফোনটি। এটি মূলত Oppo A57 মডেলের একটি রিব্র্যান্ডেড ভার্সন। ওয়ানপ্লাস তাদের এই বিদ্যমান হ্যান্ডসেটের জন্য সম্প্রতি অক্সিজেনওএস ১৩.১.১.৫০১ (OxygenOS 13.1.1.501) সফ্টওয়্যার আপডেট রিলিজ করেছে। সর্বশেষ সফ্টওয়্যার আপডেটটি CPH2469_13.1.1.501(EX01) ফার্মওয়্যার ভার্সনের সাথে এসেছে।
এই আপডেটটির অধীনে একাধিক সমস্যার সমাধান ও সংশোধন করার পাশাপাশি নতুন ফিচার অফার করা হচ্ছে। যেমন - থার্ড পার্টি থিম ব্যবহার করার সময় উদ্ভূত স্ক্রিন ফ্লিকারিং সমস্যা সমাধান করা হয়েছে। আবার অত্যাধিক সিস্টেম ডেটা স্টোরেজ ব্যবহার করা এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচারে দেখা দেওয়া সমস্যাগুলিও ঠিক করা হয়েছে। তাছাড়া, এই আপডেট ক্যামেরা এবং গুগল ক্যালেন্ডার অ্যাপকে স্প্লিট ভিউতে খুলতে না পারার সমস্যাও সমাধান করবে।
এদিকে চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হওয়া OnePlus 11R ফোনের জন্যও নতুন সফ্টওয়্যার আপডেট রিলিজ করেছে ওয়ানপ্লাস। এক্ষেত্রে এই লেটেস্ট সফ্টওয়্যার আপডেটটির ভার্সন নম্বর - অক্সিজেনওএস ১৩.১.০.৫৮১ (OxygenOS 13.1.0.581) এবং ফার্মওয়্যার সংস্করণ হল - CPH2487_13.1.0.581(EX01)। ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামের তরফ থেকে জানানো হয়েছে যে, এটিকে বর্তমানে ভারতীয় ইউজারদের জন্য রোলআউট করা হয়েছে। এই লেটেস্ট আপডেটের অধীনে জুলাই মাসের জন্য ডেডিকেটেড অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ অফার করা হবে। এছাড়া - ফটোস অ্যাপের বাগ ফিক্স করা হয়েছে এবং সিস্টেমকেও শক্তিশালী করা হয়েছে।
ওয়ানপ্লাস, উল্লেখিত দুটি স্মার্টফোনের জন্য নতুন আপডেট রোলআউট করা শুরু করলেও একটা বিষয় লক্ষণীয় যে, বহু ওয়ানপ্লাস ডিভাইস ইউজার এখনো অক্সিজেনওএস ১৩.০ (OxygenOS 13.0) (ফার্মওয়্যার সংস্করণ: CPH2487_11_A.11) আপডেট পাননি। জানিয়ে রাখি, এই আপডেটটি গত মে মাসে রিলিজ করা হয়েছিল। আপনি যদি এই দু'মাস পুরোনো আপডেটটি নিজের মোবাইলে রিসিভ না করে থাকেন, তাহলে 'অক্সিজেন আপডেটার' (Oxygen Updater) নামের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। এটি আপনার ডিভাইসে প্রত্যেকটি লেটেস্ট অক্সিজেন ওএস আপডেট উপলব্ধ করবে।