Nord সিরিজের নতুন 5G ফোন নিয়ে হাজির OnePlus, ফাস্ট চার্জিং সহ পাবেন শক্তিশালী প্রসেসর

ওয়ানপ্লাস গত মাসে ভারতে ফ্ল্যাগশিপ OnePlus 12 এবং সাব-ফ্ল্যাগশিপ OnePlus 12R লঞ্চ করেছে। কোম্পানি এবার সাশ্রয়ী মূল্যে নতুন স্মার্টফোন বাজারে আনার দিকে মনোযোগী হয়েছে। চুপিসারে…

ওয়ানপ্লাস গত মাসে ভারতে ফ্ল্যাগশিপ OnePlus 12 এবং সাব-ফ্ল্যাগশিপ OnePlus 12R লঞ্চ করেছে। কোম্পানি এবার সাশ্রয়ী মূল্যে নতুন স্মার্টফোন বাজারে আনার দিকে মনোযোগী হয়েছে। চুপিসারে বিশ্ববাজারে একটি এন্ট্রি-লেভেল ফোন লঞ্চ করেছে ব্র্যান্ডটি। নয়া মডেলটি হল OnePlus Nord N30 SE 5G, যা ২০২২ সালে আত্মপ্রকাশ করা OnePlus Nord N20 SE-এর উত্তরসূরি। এটি বড় আপগ্রেডের সাথে এসেছে। এতে পাওয়ারফুল 5G প্রসেসর এবং হাই রেজোলিউশলের ডিসপ্লে বিদ্যমান। চলুন ডিভাইসটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

OnePlus Nord N30 SE 5G-এর স্পেসিফিকেশন

সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি হল ওপ্পো এ৭৯ ৫জি-এর রিব্যাজড ভার্সন। স্মার্টফোনটি ওপ্পো এ২ ৫জি নামেও পরিচিত। ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি-এর সামনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চির ফুলএইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) কেন্দ্রীভূত পাঞ্চ-হোল এলসিডি ডিসপ্লে রয়েছে।

প্রসঙ্গত, আগের প্রজন্মের হ্যান্ডসেটটিতে ছোট ৬.৫৬ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ডিউ ড্রপ নচ অফার করে। নতুন নর্ড এন৩০ এসই ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর দ্বারা চালিত, যেখানে পূর্বসূরিতে ধীরগতির ফোর-জি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর রয়েছে। এছাড়া বাকি স্পেসিফিকেশনগুলি উভয় ডিভাইসেই কমবেশি একই।

ফটোগ্রাফির জন্য, OnePlus Nord N30 SE 5G-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। এই হ্যান্ডসেটে ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord N30 SE 5G শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এখনও পর্যন্ত, OnePlus Nord N30 SE-এর মূল্য এবং উপলব্ধতা সম্পর্কে কিছু জানানো হয়নি। অনুমান, Nord N20 SE যে সব দেশে পাওয়া গিয়েছিল, নয়া ফোনটি সে সব বাজারেই আসবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন