16 জিবি র‍্যাম ও 1000 জিবি স্টোরেজ পাবেন ফোনে, বড় চমক নিয়ে হাজির হচ্ছে OnePlus

ওয়ানপ্লাস চলতি সপ্তাহেই বাজারে আনতে চলেছে ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন নামে তাদের বিশেষ সংস্করণের ফোল্ডেবল ফোনটি। লঞ্চের আগে ফোনটির সম্পর্কে এখন বিভিন্ন তথ্য
প্রকাশ করতে শুরু করেছে সংস্থা।

Oneplus Open Apex Edition Confirmed To Feature 16Gb Ram 1Tb Storage

ওয়ানপ্লাস আগামী ১০ অগাস্ট ভারতে ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন নামে তাদের আসন্ন ফোল্ডেবল হ্যান্ডসেটটি লঞ্চ করতে চলেছে। ডিভাইসটি অ্যামাজন ইন্ডিয়া এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে উপলব্ধ হবে এবং দামের বিবরণ আগামীকাল (৭ আগস্ট) ঘোষণা করা হবে বলে জানা গেছে। লঞ্চের আগে এখন, ওয়ানপ্লাস তাদের এই বিশেষ সংস্করণের ফোল্ডেবলটির সম্পর্কে কিছু আকর্ষণীয় বিবরণ প্রকাশ করেছে।

প্রকাশ্যে এল ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশনের স্টোরেজ অপশন

সাম্প্রতিক টিজার অনুসারে, ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ সহ লঞ্চ হবে, যা স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস ওপেনের তুলনায় একটি উল্লেখযোগ্য আপগ্রেড। তবে স্টোরেজ ছাড়া, অ্যাপেক্স এডিশন তার পূর্বসূরির মূল বৈশিষ্ট্যগুলিকে ধরে রাখবে বলে জানা গেছে।

ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশনের স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ওপেনে দুটি ডিসপ্লে রয়েছে। কভার ডিসপ্লেটি হল ৬.৩১ ইঞ্চির সুপার ফ্লুইড অ্যামোলেড প্যানেল, যা ২কে রেজোলিউশন, ১০-১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। প্রাইমারি ডিসপ্লে হল ২কে রেজোলিউশন সহ ৭.৮২ ইঞ্চির ফ্লেক্সি ফ্লুইড অ্যামোলেড স্ক্রিন, যা ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ডলবি ভিশন সাপোর্ট করে। উভয় ডিসপ্লে ইউটিজি গ্লাস সহ একটি ১০ বিট এলটিপিও ৩.০ প্যানেল ব্যবহার করে।

ওয়ানপ্লাস ওপেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ যুক্ত রয়েছে। এটি ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম (১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়) এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.২ কাস্টম স্কিনে চলে।

ফোল্ডেবল ফোনটির ক্যামেরা সেটআপে একটি হাসেলব্লাড-টিউনড ট্রিপল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-টি৮০৮ প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৩২সি টেলিফটো সেন্সর৷ আর সেলফির জন্য, ফোনের কভার ডিসপ্লেতে একটি ৩২ মেগাপিক্সেলের সেন্সর এবং প্রধান ডিসপ্লেতে একটি ২০ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডলবি অ্যাটমস অডিও সহ স্টেরিও স্পিকার এবং একটি আইপিএক্স৪ জল প্রতিরোধী রেটিং রয়েছে।