OnePlus Open Apex Edition ভিআইপি মোড ও ১৬ জিবি র‌্যাম সহ ভারতে লঞ্চ হল, পাবেন ২০ হাজার টাকা ছাড়

OnePlus Open Apex Edition ডিভাইসটি এখন একটি নতুন রঙে পাওয়া যাবে। এই নতুন রঙের নাম রাখা হয়েছে Crimson Shadow।

Oneplus Open Apex Edition New Crimson Shadow Color Launched In India Price And Offers

ওয়ানপ্লাস কিছু মাস আগে তাদের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন ওয়ানপ্লাস ওপেন লঞ্চ করে। আর আজ সংস্থাটি এর একটি বিশেষ সংস্করণ OnePlus Open Apex Edition লঞ্চ করেছে। এটি Crimson Shadow কালার ও ভিআইপি মোড সহ এসেছে। আর এতে পাওয়া যাবে ১৬ জিবি র‌্যাম ও ১ টিবি স্টোরেজ। উল্লেখ্য, ওয়ানপ্লাস ওপেন ফোনটি এমারেল্ড ডাস্ক এবং ভয়েজার ব্ল্যাক কালারের সাথে লঞ্চ হয়েছিল।

OnePlus Open Apex Edition এর দাম ও অফার

ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন ১৬ জিবি র‌্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে এসেছে এবং এর দাম রাখা হয়েছে ১,৪৯,৯৯৯ টাকা। তবে এর সাথে বিশেষ লঞ্চ অফার দেওয়া হচ্ছে। আগামী ১০ আগস্ট নতুন ফোল্ডেবল ফোনটি ওয়ানপ্লাসের ওয়েবসাইট ও জনপ্রিয় রিটেল স্টোরের পাশাপাশি অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে কেনা যাবে।

ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশনের সাথে ধামাকা লঞ্চ অফার

লঞ্চ অফারের কথা বললে, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের সাহায্যে পেমেন্ট করলে ক্রেতারা ২০,০০০ টাকা ছাড় পাবেন। আবার ২৪ মাসের নো কস্ট ইএমআই-তেও কেনা যাবে ফোনটি। এছাড়াও ৮,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, রেড কেবল ক্লাবের মেম্বাররা ৫,০০০ টাকার বেনিফিট পাবেন।

এদিকে জিও পোস্টপেড ব্যবহারকারীরা এই ফোনের সাথে ২,২৫০ টাকার সুবিধা পাবেন। এর পাশাপাশি, আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরাও সহজ আপগ্রেড প্রোগ্রামের সুবিধা পেতে পারেন।

ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশনে ভেগান লেদার ব্যাক প্যানেল দেখা যাবে। এতে রয়েছে ২কে সুপার ফ্লুইড অ্যামোলেড ৬.৩১ ইঞ্চি কালার কভার ডিসপ্লে। আবার ৭.৮২ ইঞ্চি ফ্লেক্সি-ফ্লুইড অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২৮০০ নিটস পিক ব্রাইটনেস দেবে। পারফরম্যান্সের জন্য, এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।

ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশনের ব্যাক প্যানেলে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, থ্রিএক্স অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এর কভার স্ক্রিনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ফোল্ডেবল ডিসপ্লেতে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে দেওয়া হয়েছে ৪৮০৫ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।