ক্যামেরাতেই বাজিমাত, 19 অক্টোবর লঞ্চের আগেই OnePlus Open ফোল্ডেবল ফোনের ফিচার্স লিক হয়ে গেল
ওয়ানপ্লাসের আসন্ন ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus Open সম্পর্কে বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সূত্র মারফৎ অসংখ্য...ওয়ানপ্লাসের আসন্ন ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus Open সম্পর্কে বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সূত্র মারফৎ অসংখ্য তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোনটি আগামী ১৯ অক্টোবর ভারতে লঞ্চ করা হবে। অফিশিয়াল ভাবে ঘোষণার আগেই এখন এক টিপস্টার OnePlus Open-এর ক্যামেরা এবং ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে।
OnePlus Open-এর ক্যামেরা, ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ
সুপরিচিত চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে, ওয়ানপ্লাস ওপেন-এর ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা উপস্থিত থাকবে৷ তৃতীয় রিয়ার ক্যামেরাটি একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স হবে বলে শোনা যাচ্ছে। তবে, ওয়ানপ্লাস ওপেন-এর টেলিফটো ক্যামেরা সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য অনলাইনে ভেসে বেড়াচ্ছে।
কিছু রিপোর্ট বলেছে যে, ফোল্ডেবলটির ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাটি ৬x অপটিক্যাল জুম যুক্ত টেলিফোটো লেন্স হবে, তবে সাম্প্রতিকতম সূত্র দাবি করছে, এটি ৩x অপটিক্যাল জুম ক্ষমতাসম্পন্ন পেরিস্কোপ লেন্স। এছাড়া, ওয়ানপ্লাস ওপেন-এ 2K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ স্ক্রিন থাকতে পারে, যা ২,৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করতে পারে। এটি গুগল পিক্সেল ফোল্ড-এর ডিসপ্লের তুলনায় উল্লেখযোগ্যভাবে উজ্জ্বল হবে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা মাত্র ১,৪৫০ নিট।
উন্নত পারফরম্যান্সের জন্য, OnePlus Open-এ ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, যা সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই আসন্ন ফোল্ডেবল ফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে বলেও শোনা যাচ্ছে। আগেই OnePlus Open-এর আগামী ১৯ অক্টোবর লঞ্চ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর লঞ্চ ইভেন্টটি ওইদিন সন্ধ্যা ৭:৩০ টায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। তাই খুব শীঘ্রই এই ফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জনসমক্ষে আসতে চলেছে।