১৩ হাজার টাকার অফার, OnePlus Open ফোল্ডেবল ফোনের প্রথম সেল আজ থেকে শুরু

OnePlus কয়েকদিন আগে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open লঞ্চ করেছে। এই ডিভাইসের প্রথম সেল আজ ২৭ অক্টোবর থেকে শুরু…

OnePlus কয়েকদিন আগে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open লঞ্চ করেছে। এই ডিভাইসের প্রথম সেল আজ ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। ফোল্ডেবল ফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশনগুলি Oppo Find N3 এর মতোই এবং এতে দুর্দান্ত ক্যামেরা সেটআপ বর্তমান। সেলে OnePlus Open এর উপর ১৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। 

OnePlus Open এর দাম ও অফার

ভারতে ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনের ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৩৯,৯৯৯ টাকা। এই ডিভাইসটি এমারেল্ড গ্রিন এবং ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে। ক্রেতারা কোম্পানির ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন থেকে এটি কিনতে পারবেন।

অফারের কথা বলতে গেলে, প্রথম সেলেই ওয়ানপ্লাস ওপেন এর সাথে ৫,০০০ টাকা ব্যাংক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর জন্য গ্রাহকদের আইসিআইসিআই ব্যাঙ্ক বা ওয়ানকার্ড ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করতে হবে। এ ছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

OnePlus Open এর স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus Open ফোনে আছে ৭.৮২ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যা ২৮০০ নিট পিক ব্রাইটনেস দেয়। আবার ডিভাইসটির বাইরে রয়েছে সেকেন্ডারি ডিসপ্লে, যা হল ২কে রেজোলিউশনের একটি ৬.৩১ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.২ কাস্টম স্কিনে চলা ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।

ক্যামেরা সেটআপ সম্পর্কে বললে, OnePlus Open ডিভাইসে ওআইএস সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলিং এর জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ৩২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪৮০৫ এমএএইচ ব্যাটারি, যার ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।