OnePlus Open: ওয়ানপ্লাসের ফোল্ডিং ফোনের লঞ্চ পিছিয়ে গেল, কারণ জানলে মন খারাপের বদলে খুশি হবেন

ওয়ানপ্লাস (OnePlus)-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে বিগত কয়েক মাস ধরেই প্রযুক্তি মহলে আলোচনা চলছে। প্রতিদিনই খবরে...
Ananya Sarkar 2 Aug 2023 6:28 PM IST

ওয়ানপ্লাস (OnePlus)-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে বিগত কয়েক মাস ধরেই প্রযুক্তি মহলে আলোচনা চলছে। প্রতিদিনই খবরে ফোনটির প্রসঙ্গ উঠে আসছে। কোম্পানি ডিভাইসটির কাজ অনেকদূর এগিয়েছে এবং টিজারেও অফিসিয়াল নামের ইঙ্গিতও দিয়েছে। OnePlus Open নামক ফোল্ডিং ফোনটি আগামী ২৯ আগস্ট লঞ্চ হবে বলে শোনা যাচ্ছিল। যা এখন পিছিয়ে গিয়েছে বলে সূত্রের দাবি। এক টিপস্টার জানিয়েছেন, 'ভালো কারণের' জন্যই লঞ্চ বিলম্বিত হয়েছে। শেষ মুহূর্তে OnePlus Open-এর ডিসপ্লে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। ওয়ানপ্লাস এতে চীনা নির্মাতার পরিবর্তে দক্ষিণ কোরিয়ার ডিসপ্লে ম্যানুফ্যাকচারার দ্বারা নির্মিত ডিসপ্লে প্যানেল ব্যবহার করবে।

OnePlus Open ফোন BOE-এর পরিবর্তে Samsung ডিসপ্লে ব্যবহার করবে

ম্যাক্স জাম্বোর দাবি করেছেন যে, ওয়ানপ্লাস তাদের প্রথম ফোল্ডেবল ফোনটির লঞ্চের সময় পিছিয়ে দিয়েছে। এই বিলম্বের পিছনে কারণ হল, কোম্পানি ওয়ানপ্লাস ওপেন-এ চীনের বিখ্যাত ডিসপ্লে ম্যানুফ্যাকচারার, বিওই (BOE)-এর প্যানেলের বদলে স্যামসাং (Samsung)-এর তৈরি ডিসপ্লে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে, বিওই প্যানেল কোম্পানির প্রত্যাশিত মাপকাঠি পূরণ করতে ব্যর্থ হয়েছে, আর স্যামসাংয়ের ডিসপ্লে সাধারণত আরও ভাল বলে পরিচিত। সুতরাং, ওয়ানপ্লাসের ফোল্ডেবলটির জন্য যারা অপেক্ষা করে রয়েছেন, এটি তাদের জন্য একটি সুখবর হতে পারে।

ওয়ানপ্লাস ওপেন একটি বুক-স্টাইলের ফোল্ডেবল হবে বলে মনে করা হচ্ছে, অনেকটা নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর মতো। প্রাথমিকভাবে, এটি ২৯ আগস্ট লঞ্চ হবে বলে শোনা যাচ্ছিল, কিন্তু এখন তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে যে, এটি সেপ্টেম্বর-নভেম্ভরের মধ্যে আত্মপ্রকাশ করতে পারে। যদি এই তথ্যটি সত্য হয়, তাহলে ওয়ানপ্লাস ওপেন ফোনটি সম্ভবত তার সিস্টার ব্র্যান্ড ওপ্পোর ফাইন্ড এন৩-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে, যা চলতি মাসে চীনে লঞ্চ হবে বলে জানা গেছে।

বেশ কিছু রিপোর্টে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে যে, ফোল্ডিং ফোনটিতে ৬.৩ ইঞ্চির অ্যামোলেড কভার ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ভিতরে কোয়াডএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৭.৮ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে অবস্থান করবে। এটি সম্ভবত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ দ্বারা চালিত হতে পারে, কারণ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি অক্টোবরের আগে লঞ্চ হবে না। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৮০৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে ভিত্তিক অক্সিজেন ওএস ফোল্ড (OxygenOS Fold) সফ্টওয়্যার ভার্সনে রান করবে।

Show Full Article
Next Story