OnePlus Open: পঞ্চমীতে চমক, অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ওয়ানপ্লাসের ফোল্ডিং ফোন
ওয়ানপ্লাস (OnePlus)-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এটি একটি বুক-স্টাইল ফোল্ডিং...ওয়ানপ্লাস (OnePlus)-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এটি একটি বুক-স্টাইল ফোল্ডিং হ্যান্ডসেট হবে। সংস্থাটি গত ফেব্রুয়ারিতে জানায় যে, এই ডিভাইসটি এ বছরের তৃতীয়-ত্রৈমাসিকে লঞ্চ হবে। ওয়ানপ্লাস পরোক্ষভাবে নিশ্চিত করে যে, এটি OnePlus Open নামে আত্মপ্রকাশ করবে। আর এখন সেটির লঞ্চের তারিখটি ফাঁস হয়েছে। প্রসঙ্গত, এটি গত মাসে আত্মপ্রকাশ করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ডিসপ্লে প্যানেল সরবরাহকারী পরিবর্তন করার কারণে লঞ্চ বিলম্বিত হয়েছে। কবে বাজারে আসতে চলেছে OnePlus Open, আসুন জেনে নেওয়া যাক।
ফাঁস হল OnePlus Open-এর লঞ্চের তারিখ
টিপস্টার ম্যাক্স জাম্বোরের দাবি, ওয়ানপ্লাস ওপেন আগামী মাসে আত্মপ্রকাশ করতে চলেছে। এর লঞ্চ ইভেন্টটি আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে, ওয়ানপ্লাস এখনও তাদের ফোল্ডেবল ফোনের লঞ্চ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি। যদি টিপস্টারের বক্তব্যটি সত্য প্রমাণিত হয়, তবে ব্র্যান্ড তৃতীয়-ত্রৈমাসিকের টাইমলাইনটি মিস করবে, যা তারা আগে ঘোষণা করেছিল। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জানিয়ে রাখি, OnePlus Open-এর ফাঁস হওয়া রেন্ডার কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর, বিস্তৃত অ্যাসপেক্ট রেশিও এবং পিছনের দিকে একটি বড় প্রসারিত বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখিয়েছে। এর হিঞ্জ বা কব্জাটি ৪,০০,০০০ বার ফোল্ড সহ্য করতে পারে। স্পেসিফিকেশন সম্পর্কে সাম্প্রতিক রিপোর্টগুলি জানিয়েছে যে, ফোল্ডেবল ফোনটিতে পেরিস্কোপ ক্যামেরা লেন্স, কোয়াড স্পিকার এবং একটি অ্যালার্ট স্লাইডার থাকবে।
OnePlus Open ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৭.৮ ইঞ্চির 2K ইনার ডিসপ্লের সাথে আসবে বলে জানা গেছে। ফোল্ডেবল ফোনটি ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Open-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।